Loading..

খবর-দার

১৮ এপ্রিল, ২০২১ ০২:২৮ অপরাহ্ণ

Rajbari Online School-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ১৮ই এপ্রিল ২০২১ইং

১৮ এপ্রিল ২০২১; Rajbari Online School এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। Rajbari Online School এর পক্ষ থেকে সবার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালবাসা ও শ্রদ্ধা। করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) এর মুহূর্তে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের শিখন- শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম মহোদয়ের উদ্যোগে এবং সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়ের সহযোগিতায় গত ১৮ এপ্রিল ২০২০ইং Rajbari Online School নামে জেলায় প্রথম একটি ফেসবুক প্লাটফর্ম উন্মোচিত হয়। শুরুর দিকে উক্ত পেজে পরিচালিত লাইভ ক্লাস কম হলেও অল্প সময়ের মধ্যে তা দ্রুত বৃদ্ধি পায়। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পৃষ্ঠপোষকতা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়ের সহযোগিতায় Rajbari Online School  পেজে পরিচালিত লাইভ ক্লাসগুলো ডাউনলোডপূর্বক রাজবাড়ী RCN ক্যাবল টিভি চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা ঘরে বসে বিনা খরচে বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেখার সুযোগ পাচ্ছে। একজন পেজ এডমিন হিসেবে ফেসবুক পেজটি ক্রিয়েট, গ্রাফিক্স ডিজাইন এবং পাবলিস্ট করার দায়িত্ব আমি পালন করেছি; রাজবাড়ী জেলার সম্মানিত ICT4E জেলা অ্যাম্বাসেডরবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন। ১জন এটুআই-এর প্রতিনিধি, ৪জন সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ২জন আইসিটি এক্সপার্ট শিক্ষক উক্ত পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত পেজে শিক্ষকদের মানসম্মত ও রুটিন মাফিক লাইভ ক্লাস পরিচালনার ক্ষেত্রে সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হাবিবুর রহমান  প্রয়োজনীয় পরামর্শ এবং সর্বাত্বক সহযোগিতা করছেন। সেই সাথে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ উপজেলাধীন ( মাধ্যমিক স্কুল/মাদ্রাসা ও কলেজ) শিক্ষকদের লাইভ ক্লাস পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা পালন করছেন। করোনাকালীন ও মুজিব শতবর্ষে বিপুল পরিমান দক্ষ, উদ্যোমী ও নিবেদিত প্রাণ শিক্ষক Rajbari Online School- এ লাইভ ক্লাস নিয়েছেন। সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষরিত সাপ্তাহিক লাইভ ক্লাস রুটিন অনুযায়ী উক্ত পেজে ক্লাস চলমান রয়েছে।  জেলা এমনকি প্রথমদিকে রাজবাড়ী জেলার বাইরে বিভিন্ন জেলার অনেক দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষকও উক্ত অনলাইন পেজে লাইভ ক্লাস নিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের এই বৈশ্বিক মহামারির মধ্যে যে সকল নিবেদিত প্রাণ সম্মানিত শিক্ষক Rajbari Online School- পেজে লাইভ ক্লাস নিয়েছেন অথবা নিচ্ছেন তাদের প্রতি রইলো পরম কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও স্যালুট। অনলাইন শিখন-শেখানো কার্যক্রমের একটি গর্বিত প্লাটফর্ম “Rajbari Online School । বর্তমানে রাজবাড়ী জেলায় ২৬৬টি অনলাইন স্কুল শিক্ষক বাতায়নে নিবন্ধিত; যেখানে মোট ২৪৭৮ জন শিক্ষক যুক্ত আছেন এবং ১৪৬টি বিষয়ে লাইভ ক্লাস পরিচালিত হচ্ছে। ১৮ এপ্রিল ২০২১ইং তারিখে শিক্ষক বাতায়ন-এর ড্যাশবোর্ডের তথ্য মোতাবেক এ পর্যন্ত মোট অনলাইন ক্লাস ৫৫,৬৪৩ টি। বর্তমানে রাজবাড়ী জেলা অনলাইন ক্লাস কার্যক্রমে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে ২য় অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে, আগস্ট ২০২০ইং পর্যন্ত রাজবাড়ী জেলা অনলাইন ক্লাস পরিচালনায় ১ম অবস্থানে ছিল। মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (mmcm) এ ঢাকা বিভাগের তথ্য মোতাবেক রাজবাড়ী জেলা (যৌথ পারফরমেন্স অনুসারে) বর্তমানে ৪র্থ অবস্থানে আছে। সম্মানিত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, ইউএনও (সকল), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানগণ ও নিবেদিত প্রাণ  শিক্ষকবৃন্দ সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজবাড়ী জেলার শিক্ষার গুণোগত মানোন্নয়ন ও টেকসই শিক্ষা অর্জিত হবে- এটাই প্রত্যাশা।

শুভেচ্ছান্তে- মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ, সহকারি শিক্ষক (গণিত), লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ, বালিয়াকান্দি, রাজবাড়ী। ICT4E জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী। Rajbari Online School এর একজন পেজ এডমিন।