Loading..

প্রেজেন্টেশন

১৮ এপ্রিল, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা শিক্ষক বাতায়ন যে কোন চারটি মানদণ্ডের মাধ্যমে যেন জেলা এম্বাসেডর নির্বাচিত হতে পারেন

প্রাথমিক বিদ্যালয়  শিক্ষকরা শিক্ষক বাতায়ন যে কোন চারটি মানদণ্ডের মাধ্যমে  যেন জেলা  এম্বাসেডর নির্বাচিত হতে পারেনঃ

১.শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে।


২। শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে ২৫ টি কনটেন্ট থাকতে হবে।


৩। সেরা কনটেন্ট নির্মাতা/সেরা উদ্ভাবক/সেরা নেতৃত্ব (শিক্ষক বাতায়ন)


৪। মাল্টিমিডিয়া কনটেন্ট কম্পিটিশনে সেরা মডেল কনটেন্ট নির্মাতা


৫। মাস্টার ট্রেইনার অফ আইসিটি ইন এডুকেশন


৬। মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর


৭। মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভুমিকা পালনকারী


৮। মুক্তপাঠ প্রত্যয়িত (মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি –MMCD ও বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স)


৯। বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স)- আইসিটি ২ প্রকল্প


১০। ধারাবাহিক মুল্যায়ন প্রশিক্ষণ- সেসিপ প্রকল্প


১১। পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরন (প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে মানদণ্ডে (কমপক্ষে ৪ টি মানদণ্ড- ১১নং মানদণ্ডসহ) নির্বাচিত হবেন তার প্রমাণপত্র-সহ উপজেলা শিক্ষা/জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি পাঠাতে [email protected]এই ঠিকানাই পাঠাতে হবে।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে মানদণ্ডে (কমপক্ষে ৪ টি মানদণ্ড) নির্বাচিত হবেন তার প্রমাণপত্র-সহ উপজেলা মাধ্যমিক/জেলা শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। শিক্ষক বাতায়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষকগণ উপরে উল্লেখিত যে কোন চারটি মানদণ্ড পূরণ করলেই জেলা  অ্যাম্বাসেডর নির্বাচিত হতে পারেন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 11 নম্বর মানদন্ড ব্যতীত জেলা অ্যাম্বাসেডর হতে পারে না তাই আমি শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষকগণের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে কোন চারটি মানদণ্ড পূরণ করলেই যেন জেলা  অ্যাম্বাসেডর  হতে পারে।