ভিডিও ক্লাস

গ্রীন ক্যাম্পাস বাস্তবায়ন

মো: মাহমুদুল হক ২২ এপ্রিল,২০২১ ২২৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মো: মাহমুদুল হক (আলাউদ্দীন), সহকারী প্রধান শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। এটুআই কর্তৃক পরিচালিত নেতৃত্বের গল্প-১ এ আপনাদের সদয় দৃষ্টি গোচরের জন্য তুলে ধরছি গ্রীন ক্যাম্পাস বাস্তবায়নে আমার কর্মসূচির অংশ বিশেষ। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার শিক্ষার্থীদের জন্য আনন্দের জায়গা। সেই অনুভূতি থেকেই প্রায় দুই বছর ধরে কাজ করে যাচ্ছি প্রতিষ্ঠানটি সবুজরুপে সাজাতে। আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং আমার সহকর্মী শিক্ষকগন ও প্রিয় শিক্ষার্থীরা। অল্প সময়ের চেষ্টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস যে রুপ ধারণ করেছে আশা করি অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠানটি এটুআইএর কাঙ্খিত লক্ষে পৌচ্ছে যাবে। প্রতিষ্ঠানটিকে নিয়ে আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি তাতে সবার সহযোগিতায় এক-দুই বছরের মধ্যে একটি মিনি পার্কে পরিণত হবে -ইনশাআল্লাহ। আপনাদের সবার গঠনমূলক মতামত কামনা করছি । সবাই ভালো থাকুন-আল্লাহ হাফেজ।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ মেহেদুল ইসলাম
২৩ এপ্রিল, ২০২১ ০১:০৪ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো। সেই সাথে আমার কন্টেন্ট দেখে মতামত প্রদানের অনুরোধ রইল। স্বাস্থ্য বিধি মেনে চলুন ,নিরাপদ থাকুন।


মোঃ আবুল কালাম
২২ এপ্রিল, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো। সেই সাথে আমার কন্টেন্ট দেখে মতামত প্রদানের অনুরোধ রইল। স্বাস্থ্য বিধি মেনে চলুন ,নিরাপদ থাকুন।


মোঃ মনজুরুল আলম
২২ এপ্রিল, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

######## কথায় নয়, কাজে বিশ্বাসী ########### আপনার শ্রম যেন বৃথা না যায় এই প্রত্যাশা আমার। কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধশালী করায় শুধু লাইক ও কমেন্ট নয়, পূর্ণ রেটিংও দিলাম। আমার এ পাক্ষিকের প্রেজেন্টেশন ৮ম শ্রেণির আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে "কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার" দেখে লাইক ও পূর্ণ রেটিং দেওয়ার জন্য অনুরোধ করছি। ৷৷৷৷৷৷৷৷৷৷৷ আমার ছবিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন আমার প্রোপাইলে।


মোঃ গোলজার হোসেন
২২ এপ্রিল, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

লাইক ও পুর্ণ রেটিং সহ আপনার জন্যে শুভ কামনা ও অভিনন্দন রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট গুলো দেখে আপনার মুল্যবান মতামত ,লাইক ও পুর্ণরেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ রইলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ,আমিন ।