Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৬ এপ্রিল, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ

শিক্ষক বাতায়ন হতে পারে আগাসী দিনের বিকল্প পাঠদান :

শিক্ষক বাতায়ন হতে পারে আগাসী দিনের বিকল্প পাঠদান :

শিক্ষক বাতায়ন -  শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সেতু বন্ধন । এ বাতায়নে স্কুল মাদরাসার সম্মানিত শিক্ষক মন্ডলীগণ প্রায় সাড়ে চার লক্ষাধিক পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরি করেছেন । সবগুলো পাওয়ার পয়েন্ট কনটেন্ট শিক্ষকদের মেধা মননকে ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যায় । প্রশ্ন হলো - আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষক বাতায়ন সম্পর্কে কতটুকু ওয়াকিফাল । অনলাইন ক্লাসের পাশাপাশি শিক্ষক বাতায়ন এর প্রেজেন্টেশনগুলো কোভিড-১৯ মহামারিতে শিক্ষার বিকল্প হাতিয়ার হিসাবে কাজে লাগানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান , শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকদের  আরো উদার হতে হবে । যত বেশি শিক্ষার্থীরা,  শিক্ষক বাতায়ন সম্পর্কে জানবে ততই মংগল ।আপনা আপনি বাতায়নে কন্টেন্টগুলো সংরক্ষিত হয়ে থাকে ।প্রয়োজনে লেকচার সীট প্রিন্ট করে সংরক্ষণ করা যায় ।তাই বলা যায় -শিক্ষক বাতায়ন হতে পারে আগাসী দিনের বিকল্প পাঠদান ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি