Loading..

খবর-দার

২৭ এপ্রিল, ২০২১ ০১:১০ পূর্বাহ্ণ

ড্র করতে করতেই জিতবে বাংলাদেশ

দেশের বাইরে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা তো থাকবেই। তবে তার আগে নিয়মিত টেস্ট ড্র করতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এমন দল হতে চায়, যে দলকে হারানো সহজ হবে না।

এরপর উন্নতির পরের ধাপ হিসেবে দেশের বাইরেও জয়ের পথে হাঁটতে চেষ্টা করবে বাংলাদেশ দল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ড্র করার পর দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে টিম লিডার খালেদ মাহমুদ এমন কথাই বলেছেন।

শ্রীলঙ্কা থেকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ মাহমুদ বলেছেন, ‘আমরা নিজেদের একটা টেস্ট দল হিসেবে গড়ে তুলতে পারি। এই ছেলেরাই নিজেদের গড়ে তুলতে পারে। আমরা যদি এভাবে টেস্ট ম্যাচে প্রতিযোগিতা করতে পারি, একটা বছর যদি অন্তত ড্র করতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জেতা শিখব ইনশা আল্লাহ। নিয়মিত টেস্ট ম্যাচ জিতব, আমাদের জন্য ধারবাহিকতা ধরে রাখা খুব জরুরি।’