Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ মে, ২০২১ ০৫:০৩ অপরাহ্ণ

খাদ্য শৃঙ্খল

খাদ্য শৃঙ্খল

তোমরা লক্ষ করলে, উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে একে অন্যের উপর নির্ভরশীল। লক্ষ করেছ কী- সব প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন? এ শক্তি কোথা থেকে আসে?

তোমরা জান, শক্তির প্রধান উৎস সূর্য। উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে। এভাবে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী তার খাদ্যের জন্য  উদ্ভিদের উপর নির্ভরশীল।

তুমি  যে তৃণ জাতীয় উদ্ভিদ দেখেছ তা কোথা থেকে খাদ্য উৎপাদন  ও সংরক্ষণ করে? উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে ও তা সংরক্ষণ করে। ছোট ছোট প্রাণী এ খাদ্য খায়। আবার ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় প্রাণী। এভাবেই পরিবেশে খাদ্য শৃঙ্খল তৈরি হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি