Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ মে, ২০২১ ০৬:৩৯ অপরাহ্ণ

বায়ু দূষণ

বায়ু দূষণের কিছু উৎস


কলকারখানা – শিল্পাঞ্চলের কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন, ধাতব কনা, ধোঁয়া প্রভৃতি প্রচুর পরিমানে বাতাসে মিশ্রিত হয়ে বাতাসকে দূষিত করে।

ধূলোবালি - মাটির রাস্তায় যানবাহন চলাচলের প্রভাবে মাটিতে বিদ্যমান ধূলোবালি বাতাসে মিশে বায়ু দূষন করে।

যানবাহন – বিভিন্ন যানবাহনে জীবাশ্ম জ্বালানীর (পেট্রোল ও ডিজেল) দহনের ফলে বিভিন্ন ক্ষতিকার গ্যাস নির্গত হয়। এগুলির মধ্যে অন্যতম প্রধান বায়ুদূষক কার্বন মনোক্সাইডের প্রায় ৭০ শতাংশ এই যানবাহন থেকে নির্গত হয়। এছাড়া যানবাহনের ধোয়ায় প্রচুর নাইট্রোজেনের অক্সাইড থাকে যা বায়ুকে দূষিত করে তোলে। যানবাহনের আধিক্যের জন্য শহরাঞ্চলের বাতাস বেশি দূষিত হয়।

আবর্জনা - আবর্জনা পুড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া, ছাই ও জৈব ফসফেট।

ধুমপান - ধুমপানের ফলেও বায়ু দূষন হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি