Loading..

উদ্ভাবনের গল্প

০৪ মে, ২০২১ ০৮:৪৯ পূর্বাহ্ণ

ঘড়ির কাঁটায় যোগ

"ঘড়ির কাটায় যোগ"

 প্রথম শ্রেণির শিক্ষার্থীদের যোগের ধারণা দেয়ার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করবে । এই পদ্ধতিতে শিক্ষার্থীরা খুব সহজেই ০১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার যোগগুলো সহজেই করতে পারবে। ঘড়ির কাঁটার সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটার সাথে সাথে ঘড়ির কাটার সোজাসোজি দুই সংখ্যার যোগফল যে একই হয় এই বিষয়টা জানার পর তারা খুব মজা পাবে, এবং গণিত যে একটা মজার বিষয় সে বিষয়ে তারা নিশ্চিত হবে। শুরু থেকেই তাদের গণিত ভীতি দূর হবে।