সহকারী শিক্ষক
০৪ মে, ২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ণ
৮ম শ্রেনিঃবাংলা ১ম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম- মোঃহাবিবুর রহমান সহকারি শিক্ষক,তিলসিন্দুর দাখিল মাদ্রাসা-বারহাট্টা-নেত্রকোনা।
ধরনঃ মাদ্রাসা শিক্ষা
শ্রেণিঃ অষ্টম
বিষয়ঃ সাহিত্য কনিকা বাংলা
q এ পাঠ শেষে শিক্ষার্থীরা...
q পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না।’- এ কথা বলার কারণ বর্ণনা করতে পারবে।
q কিন্তু যদি এদেশের মানুষকে খতম করা হয়,বাঙালিরা বুজেসুজে কাজ করবেন এ কথাটি ব্যাখা করতে পারবে।