Loading..

প্রকাশনা

০৪ মে, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

স্বরচিত কবিতাঃ সমুদ্র

সমুদ্র

শাহ আলম মিঞা লিটু

*   তোমাকে দেখেছিলাম আমি সমুদ্রের তীরে

*   লাগলো তোমাকে সুন্দর অনেক লোকের ভীড়ে

*   তখন থেকে স্বপ্ন আমার ছোট্ট একটি নীড়ে

*   সেখানে থাকবো তুমি আমি আর সুখ শান্তি ঘিরে

*   নীল আকাশের সীমান্তে এঁকেছি তোমারই ছবি

*   তুমি কী সত্যি যুগান্তরের কবি?

*   সমুদ্র মানেই আমার আকাশ রোদের সাথে নিত্য বসবাস

*   সবুজরাঙা স্বপ্নগুলো ওড়ে বারোমাস

*   তুমি আমার গ্রিন সিটিতে আপন আবাস

*   রঙিন স্বপ্নগুলো ওড়ে আকাশের সীমান্তে

*   নিরালায় থাকবো তুমি আমি জীবন থেকে জীবনান্তে

*   নীলিমা থেকে এনে দিব তোমার চোখে নীল

*   তুমি আমার মনের মাঝে উড়ন্ত গাংচিল।।



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি