Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ মে, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

Immigration Officer

?’ ইমিগ্রেশন অফিসার চোখ সরু করে আমার দিকে তাকালেন। তারপর আবার তার চোখ আমার সবুজ পাসপোর্টের ওপর।

‘না।’ আমার চোখেমুখে সারা রাতের জার্নি শেষের ক্লান্তি। ইমিগ্রেশনের বিশাল লাইনে দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ। পা ব্যথা লাগছে। ভাবলেশহীন কণ্ঠে তারপর বললাম, ‘এর আগেও এসেছি বেশ কয়বার।’
এবার যেন অফিসার তটস্থ হলেন। পাসপোর্টের পাতা নেড়েচেড়ে আবার জিজ্ঞেস করলেন, ‘এবার কেন আসা?’
‘পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি।’
আমার ভাইবোন এবং পরিবারের বাকি সব সদস্য ব্রিটিশ নাগরিক। আর আমি বাংলাদেশের নাগরিক। থাকি আমেরিকায় শুনে অফিসার সাহেব কিছুটা হতচকিত হয়ে জিজ্ঞেস করলেন, ‘বিষয় কি, আপনি ইউকেতে থাকেন না কেন?’

আরো দেখুন