সহকারী শিক্ষক
০৬ মে, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
গুগুল মিট এর পরিচিত, ব্যবহার ও ক্লাস পরিচালনা সংক্রান্ত ওরিয়েন্টেশ প্রোগ্রামে ক্লাস পরিচালনাকালে।
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ English for Today
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
কোম্পানীগঞ্জ উপজেলার হাজী হাছন আলী ক্লাস্টারের সকল শিক্ষকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গুগুল মিটের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য গুগুল মিট এর ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত ওয়ার্কশপ।