Loading..

প্রকাশনা

০৬ মে, ২০২১ ০৫:০০ অপরাহ্ণ

কবি নির্মলেন্দু গুণ
img
Muhammad Ahsan Habib

সহকারী প্রধান শিক্ষক

কবি পরিচিতি

 

নির্মলেন্দু গুণ

জন্মঃ১৯৪৫সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে।

পিতাঃ সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী।

মাতাঃ বীণাপানি গুণ।

পড়ালেখাঃ ১৯৬২ সালে মাধ্যমিক, ১৯৬৪ সালে উচ্চ মাধ্যমিক , ১৯৬৯ সালে স্নাতক পাস করেন।

পেশাঃ সাংবাদিকতা

ছোটগল্পঃ আপন দলের মানুষ।

ছোটদের উপন্যাসঃ কালোমেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন

কাব্যগ্রন্থঃ প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, পঞ্চাশ সহস্র বর্ষ

পুরস্কার সম্মাননা-

একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার,কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি পদক।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি