Loading..

ম্যাগাজিন

০৭ মে, ২০২১ ০৬:১৪ অপরাহ্ণ

>>> সেরা উদ্ভাবকের বানী ও কৃতজ্ঞতা স্বীকার<<< প্রসঙ্গ- ২০২১ সালের ৯ম পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্বাচিত হওয়া

>>> সেরা উদ্ভাবকের বানী ও কৃতজ্ঞতা স্বীকার<<<

প্রসঙ্গ- ২০২১ সালের ৯ম পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্বাচিত হওয়া

----------------------------

প্রথমেই বলি আলহামদুলিল্লাহ

মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক a2i প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় ওয়েব পোর্টাল "শিক্ষক বাতায়ন" কর্তৃক ২০২১ সালের ৯ম পাক্ষিকে এসে আমার তৈরি করা "আলোর বাতায়ন" নামক প্রজেক্টের জন্য পাক্ষিকের "সেরা উদ্ভাবক" নির্বাচিত হওয়ার জন্য।

শিক্ষকদের এই প্রাণের বাতায়ন

ডিজিটাল ও শিক্ষামূলক কনটেন্ট ও বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনী কাজের স্বীকৃতি স্বরূপ পহেলা মে ২০২১ ইং তারিখ আমাকে পাক্ষিকের সেরা উদ্ভাবক হিসেবে মনোনীত করে।

আমার ছবি শিক্ষক বাতায়নের পাতায় সেরা উদ্ভাবক হিসেবে ভাসছে।

যা কিনা আমার চাকুরীর জীবনে এক অন্যোন্য প্রাপ্তি।

এই প্রাপ্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছি দিবানিশি, যার প্রতীক্ষায় অনেক রজনী নির্ঘুম কাটিয়েছি।

সন্ধেহ নেই এই স্বীকৃতি আমার কাজের আনন্দ ও স্পৃহা আরো বাড়িয়ে দিবে।

আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

মহান আল্লাহতালার প্রতি।

তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. দিদার চৌধুরী স্যারের প্রতি।

তার পর আন্তরিক ধন্যবাদ ও আজীবন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

বাংলাদেশের শিক্ষা জগতের অবিসংবাদীত ডিজিটাল আইকন শিক্ষক বাতায়নের দিকপাল শ্রদ্ধেয় জনাব আব্দুস সামাদ স্যারের প্রতি।

তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

আমাদের সবার প্রিয় প্ল্যাটফর্ম a2i ও শিক্ষক বাতায়নের

মোহাম্মদ কবির হোসাইন স্যার ও অভিজিৎ স্যার সহ সকল কর্তৃপক্ষকের প্রতি।

তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

আমার এক শ্রদ্ধাভাজন বড় ভাই ও মেন্টর ইংল্যান্ড প্রবাসী

জনাব আজম খানে মহোদয়ের প্রতি।

**তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

আমার প্রতিষ্টানের সন্মানিত অধ্যক্ষ জনাব এম এ রহিম স্যার।

তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

শ্রদ্ধেয় আব্দুল মালিক রাজু স্যার, মোহাম্মদ শাহনেওয়াজ স্যার, রেজাউল ইসলাম স্যার, মোঃ সোহেল মিয়া স্যারের,জনাব সালাউদ্দিন আজিজ স্যার, শ্রদ্ধেয় মোঃ আশ্রাফ আলী স্যার, জনাব মোঃ মুয়িনুল ইসলাম স্যার ও শহীদুল ইসলাম স্যারের প্রতি।

তার পর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি-

আমার ছোটবেলার সহপাঠী ইংল্যান্ড প্রবাসী লায়লা আক্তার ও সারা রহমানের প্রতি।

**আমি শ্রদ্ধাভরে স্বরন করি-

সেই সব মানুষদের প্রতি যাদের লাইক,কমেন্ট, আর রেটিং সেই সাথে উৎসাহ, অনুপ্রেরণা, সমর্থন আর নিরন্তর সহযোগীতা আমাকে আজ "সেরা উদ্ভাবক" মনোনীত করেছে-

তারা হলেন-

বাগেরহাটের জনাব জেসমিন ইসলাম আপু, , সিলেটের জনাব ইমরান স্যার, রিপন চন্দ্র নায়েক স্যার,জুবায়ের স্যার,শাহীন স্যার, আজিবুর স্যার,

হাসনা আক্তার আপু, জেসমিন আক্তার জাহান ম্যাম, মুঃ মিসবাহ উদ্দিন স্যার, আলামীন স্বাধীন স্যার, ফয়সাল আহমদ, মোঃরুমেল মিয়া,আমিনুর রশীদ,আনোয়ার হোসেন স্যার,শাহাদৎ হোসেন স্যার,

চট্টগ্রামের সিত্তুন নাবিলা সিদ্দিকা ম্যাম,দিনাজপুরের মিজানুর রহমান স্যার, নেকটারের সহ প্রশিক্ষনার্থী নরসিংদীর আব্দুল কাদির মৃধা, ময়মনসিংহের ফেরদৌসি আপা, লক্ষীপুরের আছমা আপা, বগুড়ার জাহাঙ্গীর আলম স্যার, মাওলানা মোঃ মহসীন আলম, মোছাঃ ইসমত আরা ম্যাম,

বরিশালের মুঃ জাহাঙ্গীর হোসেন স্যার,বাগেরহাটের প্রিন্সিপাল মোঃ মকবুল হোসেন খান, শেখ মোঃ লিয়াকত আলী ,রংপুরের মোঃ আব্দুল মোত্তালেব স্যার, মোঃ মোজাম্মেল হোসেন স্যার,

কুমিল্লার মিজানুর রহমান স্যার, হোসাইন আহমদ আপন স্যার,আজিম খান রাজু স্যার, মোঃ জাকির হোসেন স্যার, মোঃ আমির হোসেন স্যার, মোঃআমিনুল ইসলাম স্যার সহ এই মুহুর্তে নাম মনে পড়ছে না এমন আরো অনেকের প্রতি।

** আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার

স্ত্রী তাহিমিনা আক্তারের প্রতি যার সাহায্য না পেলে হয়ত আমার অনেক স্বপ্ন অধরাই থেকে যেত। গুণী এই মানুষটির অবদানের কথা এই ছোট্ট পরিসরে তুলে ধরা সম্ভব নয় কোন ভাবেই।

** কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি

আমার টিম ৩৬০ ডিগ্রীর সকল সদস্যদের প্রতি। যাদের ঋণ শোধ হবার নয়।

আমি শ্রদ্ধাভরে স্বরন করছি তাদেরকে যারা আমাকে নিয়মিভাবে লাইক ,কমেন্ট ও রেটিং দিয়ে এগিয়ে দিয়েছেন।

** সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সেই সাথে সবার জন্য দোয়া রইল সবাই যার যার অবস্থানে

"ভালো থাকুন ভালো রাখুন"।আমিন

মোাঃ সামছুল হোসেন

সহকারী শিক্ষক(কম্পিউটার)

দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ

বিশ্বনাথ,সিলেট।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি