Loading..

উদ্ভাবনের গল্প

১০ মে, ২০২১ ০৮:১০ অপরাহ্ণ

মোবাইল ফোন দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পছন্দমত ব্যাকগ্রাউন্ড সেট করা

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাঠোপযোগী  ব্যাকগ্রাউন্ড সেট করে পাঠটিকা আরও সুন্দর এবং ফলপ্রসূ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ কে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে আমার এই উদ্ভাবনটি সাহায্য করবে বলে মনে করি।

##প্রজেক্ট নির্ভর শিক্ষাব্বস্থাকে সামনে রেখে ,শিক্ষার্থীবৃন্দ তাদের প্রজেক্টকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে, আমার এই উদ্ভাবনটি মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্লাইডের ছবিগুলোকে বাস্তব এবং বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবির ব্যাকগ্রাউন্ড সেট করে প্রেজেন্টেশনকে আরও বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারবে ।পাশাপাশি শিক্ষকবৃন্দ ও প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে আমার এই ভবনটি ব্যবহার করে সাইট গুলোকে আরো অনেক আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।

প্রয়োজনীয় টুলস-

১. এন্ড্রয়েট মোবাইল সেট

শুধুমাত্র স্মার্ট ফোন ব্যবহার করে, আমার উদ্ভাবনটি দেখে আপনি আপনার যে কোন ছবিকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে, শিক্ষার্থীদেরকে আনন্দদায়ক ও সহজ ভাবে উপস্থাপন করতে পারবেন। এতে আপনার পেশাগতদক্ষতা ও acceptance বহুগুণে বেড়ে যাবে।

## শিক্ষার্থীবৃন্দও লেখাপড়ায় আরো মনোযোগী হয়ে তারাও দক্ষতা অর্জনে উৎসাহিত হবে।


Apurba Kumar Bosu

Assistant Teacher In English

District Ambassador ICT4E

Weekly best content developer-2019.

Mobile:01725920147

Email: [email protected]