
সিনিয়র শিক্ষক

১৬ মে, ২০২১ ০৭:২৮ অপরাহ্ণ
সিনিয়র শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
চিত্রটি পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হওয়ার দৃশ্য। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। অর্থাৎ পরমানুর অস্তিত্ব বিপুপ্ত হবে বা পরমাণুর স্থায়ী হবে না। কিন্তু যেহেতু প্রকৃতিতে এমনটা হয় না, তাই ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমানু মডেল সঠিক নয়। এটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি।