
সিনিয়র শিক্ষক

১৬ মে, ২০২১ ০৮:৫৩ অপরাহ্ণ
সিনিয়র শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ একাদশ অধ্যায়
কয়েলের ক্ষতিঃ শ্বাসনালীতে প্রদাহ, শ্বাসকষ্ট, মাথা ঘুরানো, বমি বমি ভাব, গলা শুকিয়ে যায়। ত্বকে চুলকানি ও এলার্জি হতে পারে। কিডনি ও লিভারের ক্ষতি হয়। ফুসফুসের ক্যান্সারও হতে পারে। মাতৃগর্ভে শিশুর ক্ষতি হয়, সন্তান বিকলাঙ্গ হতে পারে। শিশুদের ক্রনিক এজমা ও ব্রঙ্কাইটিস হয়। ১টি মশার কয়েল ১০০টি সিগারেটের সমান ক্ষতি।
রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় ২ জন কীটনাশক পরিদর্শক আছে। মাঝে মাঝে উনারা পরিদর্শনে যায়। অনিয়ম পেলে জরিমানা ও শাস্তি করার কথা কিন্তু লোকবলের অভাবে তেমন মনিটরিং নেই।
বাজারের প্রচলিত মশার কয়েলে জনস্বাথের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে। তাই বিশেষ প্রয়োজন ব্যতীত কয়েল ব্যবহার থেকে বিরত থাকুন। ধন্যবাদ।