খবর-দার

অনলাইন পাঠদান কার্যক্রম বেগবান সংক্রান্ত মতবিনিময় সভা।

আবু সাঈদ মাহমুদ ১৭ মে,২০২১ ২৩৩ বার দেখা হয়েছে লাইক ১১ কমেন্ট ৪.৬৭ রেটিং ( )

অসাধারণ একটি গ্রাম ছাতকের মানিকপুর। যেখানে রয়েছে অসংখ্য লিচু বাগান। পুরো গ্রামটাই লিচু বাগানে ভরপুর। একটি সমৃদ্ধ গ্রাম। 

সুনামগঞ্জ জেলার আইসিটি এম্বাসেডর দের আয়োজনে ঈদ পূর্ন মিলনী ও নতুন এম্বাসেডর দের বরণ ও অনলাইন পাঠদান বেগবান করার জন্য ছাতকের মানিকপুরের লিচু বাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক জনাব, ডঃদিদার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়ারাই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান,জনাব, দেওয়ান আব্দুল খালিক রাজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব, পুলিন রায়, সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার ছাতক, সুনামগঞ্জ।,ইউ,আর সি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবীব স্যার, ছাতক, উপজেলা।  বিশেষ  অতিথি হিসেবে  জনাব, কামাল উদ্দিন, প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন SESD উচ্চ বিদ্যালয় ছাতক।  ইনচান মিয়া স্যার, প্রধান শিক্ষক, এইচ এমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। জনাব কবিরুল ইসলাম প্রধান শিক্ষআ  জনতা উচ্চ বিদ্যালয় ছাতক। জনাব আবু সাঈদ মাহমুদ প্রধান শিক্ষক খাসগাঁও স,সপ্রাবি ছাতক। আরও উপস্থিত ছিলেন সর্বজনাব, ইসমাইল হোসেন,  আনোয়ার হোসেন, হাসিনা মমতাজ, নিজাম উদ্দিন, শাহিন আলম, অজয়কৃঞ্চ পাল, মনোহর আলী,সুরঞ্জিত দাস, এনামুল হক, মহি উদ্দিন,খালিদুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম জিলান, জুলফিকার আলম, হানিফ আলী, রুহুল ইসলাম পলাশ,আবুল কাসেম, দীপক বাবু,আজাদ মিয়া,আক্তার হোসেন, প্রিয়াংকা দাস,প্রমুখ। 

অত্র এলাকার কৃতি সন্তান, সুযোগ্য চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক রাজা তিনি এই অনুষ্ঠানে এসে  বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে সকল অতিথি শিক্ষকদের কে ১০০টি  লিচু করে উপহার দেন। অনেক ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয় কে। 

বিশিষ্ট কবি পুলিন রায়ের অসাধারণ কাব্যময় বক্তব্য উপস্থিত সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। অনেক ধন্যবাদ পুলিন স্যার কে। 

উক্ত অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন শ্রদ্ধেয় কামাল স্যার। নতুন এম্বাসেডর জনাব, আনোয়ার স্যারের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রসংশনীয়।তিনি পরিশ্রম করে অনুষ্ঠান কে সার্থক করে তুলেছেন।  

অনেক ধন্যবাদ জানাই আয়োজক স্যারদের কে।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ মুজিবুর রহমান
১৬ জুন, ২০২১ ০৪:২১ অপরাহ্ণ

পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।


আছমা বেগম
১৫ জুন, ২০২১ ০৮:৪৮ অপরাহ্ণ

লাই্‌ক, রেটিং ও কমেন্ট সহ আপনার জন্য রইলো শুভকামনা।


Prolay Kumer Dutt
০৯ জুন, ২০২১ ০৯:৫৩ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার নতুন কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল।


মোঃশাহবাজ উদ্দিন
০৩ জুন, ২০২১ ০২:২৭ পূর্বাহ্ণ

✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ থাকবেন। ধন্যবাদ।?


আবু সাঈদ মাহমুদ
০৮ জুন, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ

ধন্যবাদ প্রিয় ভাই।


মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
১৯ মে, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ

অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার ৫০ তম কন্টেন্ট "প্রধান মূলের রুপান্তর ও ভিডিও কন্টেন্ট সমূহ " দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল


মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
১৯ মে, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ

অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার ৫০ তম কন্টেন্ট "প্রধান মূলের রুপান্তর ও ভিডিও কন্টেন্ট সমূহ " দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল


মোহাম্মদ সিদ্দিকুর রহমান
১৯ মে, ২০২১ ০১:৪৫ পূর্বাহ্ণ

? ঈদ মোবারক। শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


Hasina Momotaj
১৮ মে, ২০২১ ০৬:৪১ অপরাহ্ণ

আসসালামু আলাইকুম।ঈদ মোবারক । শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতাবৃন্দ, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার ও বাতায়ন সদস্যবৃন্দ,সকল জেলা আইসিটি এম্ব্যাসেডর মহোদয়গণ স্যারকে আমার ১৭ মে আপলোডকৃত কন্টেন্ট Bangabandhu at the UN দেখে গঠণমূলক মন্তব্য ও রেটিং করার জন্য বিনীত অনুরোধ করছি।আপনার জন্য রইল শুভ কামনা। ভাল থাকুন ,নিরাপদে থাকুন ।


মোঃ জাকির হোসেন
১৮ মে, ২০২১ ০৪:০২ অপরাহ্ণ

লাইক ও পুর্ণরেটিং সহ আপনার জন্য শুভ কামনা ও অভিনন্দন । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মুল্যবান মতামত,লাইক ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।


মোঃশাহবাজ উদ্দিন
১৭ মে, ২০২১ ০১:৫২ অপরাহ্ণ

সুন্দর একটি প্রোগ্রাম সফলভাবে সম্পাদন করার জন্য সবাইকে অভিনন্দন।