প্রভাষক
১৮ মে, ২০২১ ০৬:৪৩ অপরাহ্ণ
আইসোটোন
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ একাদশ
বিষয়ঃ রসায়ন ১ম পত্র
অধ্যায়ঃ দ্বিতীয় অধ্যায়
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। (A - p) = n। এখানে A হচ্ছে ভর সংখ্যা যা পারমাণবিক প্রতীকের উপরের ডান কোনায় লেখা থাকে। p হচ্ছে প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা। আর n হচ্ছে নিউট্রন সংখ্যা। চিত্রে উভয় পরমাণুর নিউট্রন সংখ্যা ৮ অর্থাৎ সমান। তাই তারা পরস্পরের আইসোটোন।