Loading..

খবর-দার

১৮ মে, ২০২১ ০৭:৩৩ অপরাহ্ণ

বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, ৩য় আর্ল রাসেল, ও এম, এফ আর এস (১৮ মে ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী

 

বারট্রান্ড রাসেল

বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, ৩য় আর্ল রাসেল

Bertrand Russell transparent bg.png

জন্ম

১৮ মে ১৮৭২
ট্রেলেখমনমাউথশায়ারযুক্তরাজ্য

মৃত্যু

ফেব্রুয়ারি ১৯৭০ (বয়স ৯৭)
পেনরাইনডিউড্রায়েথওয়েলস,
যুক্তরাজ্য

যুগ

২০ শতকের দার্শনিক

অঞ্চল

পাশ্চাত্য দর্শন

ধারা

বিশ্লেষণী দার্শনিক
সাহিত্যে নোবেল পুরস্কার
১৯৫০

আগ্রহ

এথিকসএপিস্টেমোলজিযুক্তিগণিতভাষার দর্শনবিজ্ঞানের দর্শনধর্ম

শিক্ষায়তন

ট্রিনিটি কলেজ, কেমব্রিজ

প্রতিষ্ঠান

ট্রিনিটি কলেজ, কেমব্রিজলন্ডন স্কুল অব ইকোনমিক্স

অবদান

বিশ্লেষণী দর্শনযৌক্তিক পরমাণুবাদবর্ণনার তত্ত্বনলেজ বাই একুইন্টেন্স এবং নলেজ বাই ডেস্ক্রিপশানরাসেলের হেঁয়ালিরাসেলের চায়ের পট

ভাবগুরু[দেখান]

ভাবশিষ্য[দেখান]

স্বাক্ষর

Bertrand Russell signature.svg

বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, ৩য় আর্ল রাসেলও এমএফ আর এস (১৮ মে ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিকযুক্তিবিদগণিতবিদইতিহাসবেত্তাসমাজকর্মীঅহিংসাবাদী, এবং সমাজ সমালোচক. যদিও তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, তার জন্ম হয়েছিল ওয়েলস , এবং সেখানেই তিনি ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

রাসেল ১৯০০ সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেন। তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয়, এর অন্যান্য প্রতিষ্ঠাতারা ছিলেন তার শিষ্য ভিটগেনস্টেইন এবং পূর্বসূরি ফ্রেগে এবং তাকে ২০ শতাব্দীর শ্রেষ্ঠতম যুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয়।[২] রাসেল এবং হোয়াইটহেড একত্রে প্রিন্কিপিয়া ম্যাথমেটিকা নামে একটি গ্রন্থ রচনা করেন, যাতে তারা গণিতকে যুক্তির ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তার দার্শনিক নিবন্ধ "অন ডিনোটিং" দর্শনশাস্ত্রে মডেল হিসেবে বিবেচিত হয়। দুটো গ্রন্থই যুক্তিগণিতসেট তত্ত্ব, ভাষাতত্ত্ব এবং দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব এবং জাতিসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী। রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দী হন, তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালানসোভিয়েত টোটালিটারিয়ানিজম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে ছিলেন সর্বদা সোচ্চার।

রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল "তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ যেখানে তিনি মানবতার আদর্শ ও চিন্তার মুক্তিকে ওপরে তুলে ধরেছেন।" বারট্রান্ড রাসেলের বই সমূহ বিভিন্ন ভাষার অনুবাদ করা হয়। মোতাহের হোসেন চৌধুরী তার " Conquest of Happiness" বইটি বাংলায় অনুবাদ করেন ৷

জন্ম  

১৮৭২ সালে মনমাউথশায়ারওয়েল্‌সযুক্তরাজ্য

শিক্ষা

কর্মজীবন

যুদ্ধ বিরোধী আন্দোলন

প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধীর ভূমিকা নেন, ফলস্বরূপ তাকে ছ'মাস কারাদণ্ড ভোগ করতে হয়। সেই সঙ্গে কেমব্রিজের ট্রিনিটি কলেজের অধ্যাপক পদ থেকে বরখাস্ত হন। ১৯৫০ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে আন্দোলন সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই কারণে ১৯৬১ সালে তাকে আবার কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দর্শন

বিজ্ঞান

জীবনপঞ্জি

·         ১৮৭২- মে ১৮ তে জন্ম।

·         ১৮৭৪- মাতা এবং বোনের মৃত্যু।

·         ১৮৭৬- পিতার মৃত্যু; পিতামহ লর্ড জন রাসেল (যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন) তার দেখাশোনার ভার নেন।

·         ১৮৯০- কেম্ব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি।

·         ১৮৯৩- গণিতে প্রথম শ্রেণী অর্জন করে বিএ পাস।

·         ১৮৯৪- অ্যালিস পিয়ার্সাল স্মিথ কে বিয়ে করলেন।

·         ১৯০১- russel's paradox আবিষ্কার করলেন।

·         ১৯০৮- রয়াল সোসাইটি এর সদস্য নির্বাচিত হলেন।

·         ১৯১৬- যুদ্ধ বিরোধী ভূমিকার জন্য ট্রিনিটি কলেজ থেকে বহিষ্কৃত এবং ১১০ পাউন্ডের জরিমানার শিকার।

·         ১৯১৮-যুদ্ধ বিরোধী মিছিলে অংশ নেয়ার অপরাধে ৫ মাসের কারাদন্ড ভোগ।

·         ১৯২১- প্রথমা স্ত্রীর সাথে বিচ্ছেদ। ডোরা ব্ল্যাক কে বিবাহ।

·         ১৯৩১-ভাই এর মৃত্যুর পর তৃতীয় আর্ল রাসেল এর পদে অধীষ্ঠ হলেন।

·         ১৯৩৫- ডোরা ব্ল্যাক এর সাথে বিবাহ বিচ্ছেদ।

·         ১৯৩৬- এবার বিয়ে করলেন প্যাট্রিসিয়া হেলেন স্পেন্স কে ।

·         ১৯৪০- নিউ ইয়র্ক সিটি কলেজ এ নিয়োগ প্রাপ্তি।

·         ১৯৪৩-পেনিসিল্ভানিয়ার বার্ন্স ফাউন্ডেশান থেকে বহিষ্কৃত।

·         ১৯৪৯- অর্ডার অফ মেরিট উপাধি লাভ।

·         ১৯৫০- সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন।

·         ১৯৫২-হেলেন এর সাথে বিচ্ছেদ। বিয়ে করলেন এডিথ ফিঞ্চ কে।

·         ১৯৫৫- রাসেল-আইন্সটাইন মেনিফেস্টো প্রকাশ।

·         ১৯৫৮- পরমাণু অস্ত্র বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন।

·         ১৯৬১-এক সপ্তাহের কারাবাস। কারণ- পরমাণু বিরোধী বিক্ষোভে ভূমিকা।

·         ১৯৭০-ফেব্রুয়ারি ২ওয়েল্‌স এর পেনরিন্ডিউড্রথ এ মারা যান।

গ্রন্থতালিকা

·         ABC of Relativity

·         Autobiography

·         History of Western Philosophy

·         Analysis of Matter

·         The Analysis Of Mind

·         Authority and the Individual

·         Basic Writings of Brertrand Russell

·         Human Knowledge: Its Scope and Value

·         Human Society in Ethics and Politics

·         An Inquiry into Meaning and Truth

·         Introduction to Mathematical Philosophy

·         Logic and Knowledge

·         Marriage and মরালস

·         Conquest of Happiness

·         Mortals and Others, Volume I - II

·         My Philosophical Development

·         Mysticism and Logic

·         On Education

·         Our Knoweledge of the External World

·         Outline of Philosophy

·         Political Ideals (1917) [ রাজনৈতিক আদর্শ / আবুল কাশেম ফজলুল হক ]

·         Power

·         Principles of Mathematics

·         Principia Mathematica

·         Problems of Phylosophy

·         Principles of Social Reconstruction

·         Roads to Freedom

·         Sceptical Essays [ সংশয়ী রচনা / আহমদ ছফা ]

·         Unpopular Essays [ অপ্রিয় রচনা / সুহৃদ সরকার ]

·         In Quest of Happines [সুখ / মোতাহের হোসেন চৌধুরী ]

·         Impact of Science on Society [সমাজে বিজ্ঞানের প্রভাব / সুহৃদ সরকার ]

·         "A Free Man's Worship" (1903)

·         "Am I an Atheist or an Agnostic?" (1947)

·         "Icarus, or The Future of Science" 1923

·         "Has Religion Made Useful Contributions to Civilization?" 1930

·         "Ideas that Have Harmed Mankind" (1950)

·         "In Praise of Idleness" (1932)

·         "What Desires Are Politically Important?" (1950)

·         Why I am not a Christian?

পুরস্কার

১৯৫০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।

মৃত্যু

১৯৭০ সালে বারট্রান্ড রাসেল মৃত্যুবরণ করেন।