Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ মে, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ

ইলমুন নাহুর পরিচয় || মুহাম্মদ আলা উদ্দীন || প্রভাষক : চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদরাসা


ইলমুন নাহুর পরিচয়, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়

ইলমুন নাহুর আভিধানিক অর্থ :
ইলমুন নাহু (علم النحو) একটি যৌগিক শব্দ, দুটি শব্দ নিয়ে গঠিত। প্রথমটি হল علم , আর দ্বিতীয়টি হল نحو, দুটি মিলে علم النحو (ইলমুন নাহু)।

ইলম এর শাব্দিক অর্থ হল জ্ঞান, বা কোন কিছু জানা অথবা অনুধাবন করা।
এছাড়াও এর আরও ৪ টি অর্থ রয়েছে-
১. কোন কিছুর প্রকৃত বিশ্বাস সম্পর্কে অবগত হওয়া, ২. বিশ্বাস, ৩. আলো, ৪. জ্ঞান ইত্যাদি।

নাহু (نحو) শব্দের আভিধানিক অর্থ হল ইচ্ছা করা, রাস্তা, মত বা উদাহরণ, পরিমাণ ইত্যাদি।

ইলমুন নাহুর পারিভাষিক পরিচয় :
হেদায়াতুন নাহু এর গ্রন্থকার সিরাজউদ্দিন ইবনে ওসমান (রহ:) বলেন-
النحو علم بأصول يعرف بها أحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء، وكيفية تركيب بعضها.
অর্থাৎ ইলমুন নাহু কতিপয় নীতিমালার জ্ঞানকে বলে, যা দ্বারা মু'রাব (معرب/পরিবর্তন শীল) ও মাবনী (مبني/অপরিবর্তন শীল) হওয়ার দিক থেকে তিন কালিমা (ইসম, ফেল ও হরফ) এর শেষের অবস্থা সমূহ (ই'রাব তথা রফা বা নসব বা জার এর অবস্থা) এবং বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায়।

ইলমুন নাহুর লক্ষ্য-উদ্দেশ্য :
এ প্রসঙ্গে হেদায়াতুন নাহু গ্রন্থকার বলেন-
الغرض منه صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العرب.
অর্থাৎ আরবী ভাষার শাব্দিক ভূল-ত্রুটি থেকে মন-মস্তিস্ক (স্মৃতি)কে রক্ষা করাই ইলমুন নাহুর উদ্দেশ্য।

ইলমুন নাহুর আলোচ্য বিষয় :
ইলমুন নাহুর আলোচ্য বিষয় দুটি :
১. كلمة - শব্দ
২. كلام  - বাক্য

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি