সহকারী শিক্ষক
২৪ মে, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন পারফর্মারদের ঈদ পূনর্মিলনী
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আইসিটি আইকন হিসেতে খ্যাত যারা এই করোনাকালীন পরিস্থিতিতে সারাদেশের শিক্ষাব্যবস্থার অচলাবস্থা দূরীকরণে সাধ্যমতো অনলাইন ক্লাস পরিচালনাসহ শিক্ষার্থীদের জন্য নানাবিধ অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের ঈদ পরবর্তী মিলনমেলা, স্থানঃ মধ্যপাড়া গ্রানাইট খনি,পার্বতীপুর, দিনাজপুর। উক্ত আয়োজনে দেশসেরা আইসিটি আইকন, বেস্ট অনলাইন পারফর্মারদের সাথে যুক্ত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আয়োজনের আয়োজক, হোস্ট এবং যারা যুক্ত হয়ে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। যারা কোন সমস্যার কারণে যুক্ত হতে পারেন নি, তাদের জন্যও শুভকামনা। আশা রাখছি আমরা সকলেই একে অপরের সহযোগিতায় নিজেদের আর ও দক্ষ করে তুলতে পারব এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে পারব।ইনশাআল্লাহ।