Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ মে, ২০২১ ০৭:১৭ পূর্বাহ্ণ

শালিক
img
Anil Kumar Nath

সিনিয়র শিক্ষক

ভাত শালিক (বৈজ্ঞানিক নামAcridotheres tristisSturnidae (স্টার্নিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Acridotheres (অ্যাক্রিডোথিরিস) গণের অন্তর্গত অত্যন্ত পরিচিত একটি পাখি।[২][৩] ভাতশালিকের বৈজ্ঞানিক নামের অর্থও অনুজ্জ্বল পঙ্গপালভূক (গ্রিকakridos = পঙ্গপালtheres = শিকারী; লাতিনtristis = অনুজ্জ্বল বর্ণের)।[৩][৪] পাখিটি বাংলাদেশভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৭১ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৫] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]


আরো দেখুন