Loading..

উদ্ভাবনের গল্প

২৬ মে, ২০২১ ০৩:৩৫ অপরাহ্ণ

অনলাইন ক্লাস নিয়ে হোম ভিজিটিং

দীর্ঘদিন ধরে শ্রেণি কার্যক্রম বন্ধ। ছাত্র-ছাত্রীদের পড়া-লেখায় যেন ক্ষতি না হয় সেজন্য সরকার অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দিয়েছেন। এই ধারাবাহিকতায় সংসদ টিভি, জেলা, উপজেলা ও স্কুলগুলো নিজেদের ফেইসবুক পেইজে অনলাইন ক্লাস চালু করেছে। গ্রাম অঞ্চলের স্কুলগুলোও পিছিয়ে নেই। এতদিনের অনলাইন ক্লাস কতটুকু ফলপ্রসু হয়েছে তা জানার জন্য হোম ভিজিটিং এর সিদ্ধান্ত নিলাম। শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে গিয়ে যাহা করলাম.....

* শুভেচ্ছা বিনিময়। 

* বাসায় লেখা-পড়া করছে কি-না। 

* সংসদ টিভিতে প্রচারিত ক্লাস দেখে কি-না জিজ্ঞাসা করলাম।   

* আমাদের স্কুলের ফেইসবুক পেইজে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে কি-না জিজ্ঞাসা করলাম।  

* আমাদের স্কুল পেইজ ছাড়া অন্যকোন অনলাইন স্কুল পেইজে ক্লাস করে কি-না জিজ্ঞাসা করলাম।

* একক কাজের সমাধান করে কি-না জিজ্ঞাসা করলাম।

* বাড়ির কাজ করে কি-না জিজ্ঞাসা করলাম।

* যারা অনলাইন ক্লাস করে না তাদেরকে ক্লাস করার নির্দেশ দিলাম।

* অনলাইন ক্লাস সম্পর্কে পরামর্শ দিলাম।

* প্রয়োজনে ফোনে যোগাযোগ করতে বললাম।

* পিতা-মাতা অনলাইন ক্লাসের ব্যাপারে সহায়তা করে কি-না জিজ্ঞাসা করলাম।

অভিভাবকদের কাছে প্রশ্ন ও পরামর্শ

* আপনার সন্তানকে অনলাইন ক্লাসের সুযোগ করে দেন কি-না। যদি না দেন তাহলে ক্লাসের ব্যবস্থা করে দিবেন।    

* অনলাইন ক্লাসে আপনার সন্তানের আগ্রহ আছে কি-না। না থাকলে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করতে হবে।  

* অনলাইন ক্লাসের রুটিন ফলো করে কি-না।

* পরবর্তীতে আবার হোম ভিজিটিং এর কথা বললাম।