Loading..

উদ্ভাবনের গল্প

২৭ মে, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ বিড়ম্বনায় শিক্ষকের মান!

কোভিড-১৯ এর দাপটে শিক্ষার্থীর শ্রেণী পাঠদান বন্ধ, প্রাতিষ্ঠানিক কাজে  মনোনিবেশে অফিসপ্রধান ও করণিকের চেয়ে অন্যদের বেশী দ্বন্দ!


সংখ্যাগরিষ্ঠ বলে দাপটে হয় অসম কর্ম পাশ,

দৈত্বনীতির কারণে প্রতিষ্ঠান হেয়, হচ্ছে সর্বনাশ! 


 ফিমাসে বেতন সহকারীদের বেশী, অনেক লোকে কয়!

এমন সুযোগ জীবনে নাকি শুধু একবারই হয়! 


সুযোগ জীবনে বার বার নয়, এ কথাটি জ্ঞানীগুণীর জপ, ফুসরত ছিল ডিজিটাল হবার, হাতের মুষ্ঠিতে নেইকো ফাঁক!

প্রবাদ ছিল নগদ যা পাও হাত পেতে নাও বাকীর খাতাটি শুন্য থাক! 


করোনা সময়ে শিক্ষকের ছিল ডিজিটাল হবার যন্ত্র! 

যদি না সে মানে, হামেশা ডিজিটালের মূলমন্ত্র! 


যদি এদেশেই কোভিড-১৯ এর দীর্ঘ অবস্থান, 

ডিজিটাল কাজে হয়তো অনেক শিক্ষকের যাবে মান!!