Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ মে, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

   পথে পড়ে বিশাল ধানমন্ডি লেক ও তার ধারে ধারে সাজানো ধনীদের এলাকা। এখানেই রয়েছে ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িটি –যাকে ঘিরে বেগম মুজিব সাজিয়েছিলেন স্বপ্ন, শেখ মুজিবুর রহমান তিলে তিলে আশার আলোয় জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের মানুষকে, ঘোষণা করেছিলেন স্বাধীনতা – তাঁর দেশের মানুষের কাছে। আর এই সেই বাড়ি, যেখানে দুস্কৃতীদের হাতে প্রাণ দিয়েছিলেন তিনি – তাঁর পরিবার ও প্রিয়জনদের সাথে। সেই ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ১১ জুন ১৯৮১ অবধি সিল হয়ে বন্ধ অবস্থায় পড়েছিল এই বাড়ি। মুজিব –কন্যা শেখ হাসিনা দেশে ফিরে বাড়িটি নিলামের আওতা থেকে বের করে আনেন ও ট্রাস্টবোর্ডের মাধ্যমে জাদুঘর করে খুলে দেন সাধারণ মানুষের কাছে।                                   

আরো দেখুন