Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ মে, ২০২১ ০৭:৫২ অপরাহ্ণ

৯ম শ্রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায় , মোছাঃ শিউলী বেগম, আরজীদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসা ,পার্বতীপুর ,দিনাজপুর ।

চার্লস ব্যবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক । তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন । ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যবেজের বর্ণনা অনুসারে একটা ইঞ্জিন তৈরি করা হয় । দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি এনালিটিক্যাল ইঞ্জিন নামের একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন । এই এনালিটক্যাল ইঞ্জিনের সূত্র ধরেই কম্পিউটার আবিস্কার হয় ।



আরো দেখুন