Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জুন, ২০২১ ০৫:৩০ পূর্বাহ্ণ

কেভিড ১৯

কোভিড - ১৯

সুস্থকে ওসুস্থ হতে দেওয়া যাবে না। যথাযথ সাবধানতা অবলম্বনে শতাধিক দেশে –বিদেশে সর্বত্র অক্লান্ত উৎসাহে শুরু করে দিলেন বিপুল সেবা-প্রবাহ, নীরব নির্ভীক তৎপরতায়। আর আক্রান্তদের সেবার জন্য সোৎসাহে এগিয়ে এলেন সেই ডাক্তারা যারা প্রাকজীবনে চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত।  এই সমুখসমর ভয়ালতর। অগনিত ডাক্তার এখনো পর্যন্ত এই সংক্রমণ-চিকিৎসাকালে আক্রান্ত প্রাণ দিয়েছেন। কিন্তু এ সেবার সৌভাগ্য কজনেরই বা নসিবে হয়।

জনহীন পথঘাট, লোকালয়। পথচারী আসছেন যাঁরা, বেশিরভাগই রোগী, হয়তো এই অজানা জ্বরেই তাদের চিহ্নিত করা, নির্ণয় করা, সঠিক চিকিৎসা করা ও নিরাময় করে তোলার দায় বেশ বিপদসস্কুল। সকল ডাক্তারাই অবগত যে, এই চিকিৎসায় অবতারণ মৃত্যুর সন্মুখীন হওয়া অপেক্ষা কোন অংশে কম নয়। যেখানে যথার্থ কারণেই কেউ কেউ আজ কাজ বন্ধ করে গৃহবন্দী, সেখানে ডাক্তাররাও হয়তো মগ্ন থাকতেই পারতেন অন্তর্মুখ জীবনচর্যায়। প্রায় শতাব্দী- প্রাচীন হাসপাতালগুলিতে খোলা থাকল আপৎকালীন সেবা । অন্যদের সঙ্গে  সমান তালে সেবা দিচ্ছেন ডাক্তেরা।                                                         

আরো দেখুন