Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ জুন, ২০২১ ০৭:১২ অপরাহ্ণ

কালো ছত্রাক প্রতিরোধে ভিটামিন ‘সি’ সবচেয়ে কার্যকর: ড. বিজন

কালো ছত্রাক প্রতিরোধে কালো ছত্রাক প্রতিরোধে ভিটামিনসিসবচেয়ে কার্যকর: . বিজন

 যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হলো ভিটামিন সি

সবাইকে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দিয়ে বিজন কুমার বলেন, আমাদের দেশে করোনা আক্রান্তদের প্রতিদিন পাঁচশ মিলিগ্রাম করে ভিটামিন সি দেওয়া হয়। অবশ্যই তা বাড়াতে হবে এবং প্রয়োজনে এক হাজার থেকে দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি দিতে হবে।

বিভিন্ন প্রাণী নিজেরাই ভিটামিন সি উৎপাদন করতে পারলেও মানুষ নিজেই নিজের শরীরের জন্য ভিটামিন সি উৎপাদন করতে পারে না জানিয়ে তিনি বলেন, ভিটামিন সি কারণে আমাদের শরীরে ৬০-৮০ শতাংশ টিস্যু তৈরি হয়। তাই বর্তমান পরিস্থিতিতে সবার ভিটামিন সি খাওয়া অনেক বেশি প্রয়োজন।’ 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি