ভিডিও কনটেন্ট

মধ্যপ্রাচ্যের খনিজ তেল উৎপাদন ও বন্টন ।

বরুন কুমার মল্লিক ০৮ জুন,২০২১ ৫২৪ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

ভূমিকাঃ

বর্তমান  সমায়ের অন্যতম চালিকা শক্তি হলো তেল । একটি দেশ যান্ত্রিকভাবে যত উন্নতির দিক ধাবিত হচ্ছে ততই সে দেশের খনিজ তেলের চাহিদার পরিমান বৃদ্ধি পাচ্ছে । আর এই খনিজ তেলের বৃহত্তম ৎস্য হচ্ছে  মধ্যপ্রাচ্য ।  মধ্যপ্রাচ্যকে তেলের রাজধানী বলা হয়।

মধ্যপ্রাচ্যের তেল বলয়ঃ

পৃথিবীর মোট তেলের ৫২ ভাগ সঞ্চিত আছে মধ্যপ্রাচ্যে । পৃথিবীর মোট উৎপাদনের ৩৫ ভাগ এ অঞ্চল থেকে উৎপাদিত হয় । মধ্যপ্রাচ্যের অর্থনীতির  মেরুদন্ড বলে একে তরল স্বর্ণ নামে অভিহিত করা হয় ।

মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদনঃ

০১। সৌদি আরবঃ  খনিজ তেল উৎপাদনে সৌদি আরব বিশ্বে দ্বিতীয় ও মধ্যপ্রাচ্যে প্রথম । এ দেশের পূর্বাংশের হাসা প্রদেশে অধিকাংশ তেল খনি অবস্থিত । এখানকার তেলক্ষেত্র গুলো হলো- করগান, ধাহরন, কুয়াতিফ, দাম্মাম, আবকায়িক, হুফুস, সালওয়া প্রভৃতি । এর অধিকাংশ তেল বিশ্ববাজারে রপ্তানী করে ।

০২। ইরানঃ  ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে তেল উত্তোলনের দিক থেকে দ্বিতীয় এবং সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থান দখল করে আছে । ইরানে সর্বত্র ই  কম বেশি  তেল উৎপন্ন হয় তার মধ্যে উল্লেখযোগ্য অঞ্চল হলো হামাদান, কেরমান শাহ, নাফটশাহ লালি, মসজিদ-ই-সুলাইমান , নাফট শাফিদ এবং হাফটকেল ইত্যাদি।

০৩। ইরাকঃ যুদ্ধের কারনে ইরাকের তেল উত্তোলন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে । এর তেল ক্ষেত্র গুলো হলো – মসুল নিরকুক, খানাকিন ও হদিতা, মধ্যভাগের হার্বানিয়া এবং দক্ষিনে পারস্য উপসাগরের   উপকুলে ফুররমশাহ ও বসরায় অবস্থিত । অধিকাংশ তেল পাইপের মাধ্যমে ত্রিপলি ও হাইফা বন্দরে প্রেরিত হয়  এবং সেখান থেকে জলপথে সমগ্র বিশ্বে  রপ্তানী করা হয় ।

০৪। কুয়েতঃ তেল উত্তোলন ও রপ্তানিতে এ দেশটি প্রসিদ্ধ । মধ্যপ্রাচ্যে এর অবস্থান তৃতীয় ও বিশ্বে দশম । এর তেল ক্ষেত্র গুলোর মধ্যে বারগান , মাগয়ান আহমদি প্রধান । এর অধিকাংশ তেল মিসাআল আহমদি বন্দর মারফত বিদেশে রপ্তানি করা হয়।

০৫। সংযুক্ত আরব আমিরাতঃ এটি একটি মধ্যপ্রাচ্যের দ্বীপবেষ্টিত দেশ । তেল উৎপাদনে মধ্যপ্রাচ্যে এর অবস্থান ৪র্থ তম । আবুধাবি , দুবাই ও শারজাহ খনিজ তেলের জন্য প্রসিদ্ধ ।

০৬। কাতারঃ কাতারের অর্থনীতিতে তেল গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে । তেল উৎপাদনে মধ্যপ্রাচ্যে এর অবস্থান ৬ষ্ঠ  । এরা স্বল্প পরিমান তেল বিদেশে রপ্তানী করে ।

০৭। ওমানঃ  এটি একটি মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য তেল উত্তোলনকারী দেশ । ওমান স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে তেল রপ্তানী করে।

অন্যান্যঃ মধ্যপ্রাচ্যের প্রায় সবদেশ কমবেশি তেল উৎপাদন করে । তাছাড়া বাহরাইন, মিশর , সিরিয়া , ইয়েমেন ইত্যাদি দেশ তেল উৎপাদন করে । 

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
জাহিদুল ইসলাম
০৮ জুন, ২০২১ ০৯:১৮ অপরাহ্ণ

আসসালামু আলাইকুম। আপনাকে লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন রইল। আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল। কন্টেন্ট লিংক: https://www.teachers.gov.bd/content/details/961543