Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ জুন, ২০২১ ০৫:২৭ অপরাহ্ণ

বঙ্গবন্ধু

ফসল বৈচিত্র্যায়নে সুফলা মাটির গুরুত্ব অনস্বীকার্য। মাটি আমাদের মায়ের মত। মায়ের স্বাস্থ্য আমাদের নিকট যেমন গুরুত্ববহ, ঠিক তেমনি মাটির স্বাস্থ্য। কৃষি উন্নয়নে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

বঙ্গবন্ধু ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত কৃষি ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষ করে কৃষি ও খাদ্য উৎপাদনে তাঁর সূদুরপ্রসারি পরিকল্পনা ও কর্মযজ্ঞের মাধ্যমে । তাঁর কর্ম-  পরিকল্পনার মধ্যে ছিল , কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, ভূমি রাজস্বের চাপে নিস্পিষ্ঠ কৃষকদের ২৫ বিঘা জমি পর্যন্ত খাজনা মাফ করা এবং বকেয়া খাজনা মওকুব করা, প্রাকৃতি সম্পদের যথাযথ ব্যবহারের জন্য বৈজ্ঞানিক গবেষণার তৎপরতা চালানো। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বনজ –সম্পদ,গো-সম্পদ, হাঁস-মুরগি চাষ, দুগ্ধ ও মৎস্য খামার তৈরি ইত্যাদি।

জাতির পিতার সুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব পরিকল্পনা, কৃষিতে ভর্তুকি আর বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ৪গুন। বঙ্গবন্ধুর জনকল্যাণমুখী যাবতীয় স্বপ্ন তিনি পুরণ করে চলছেন।                                                                                                                                                                                                                                                                                                       

আরো দেখুন