Loading..

উদ্ভাবনের গল্প

০৯ জুন, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ

সজনে গাছ রোপন

সারা বিশ্বের ন্যায় করোনা মহামারিতে যখন আমাদের দেশও আক্রান্ত ঠিক সেই সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে  শ্রেণী পাঠদান বন্ধ রেখে অনলাইন ক্লাস গ্রহণ, হোম ভিজিট, অ্যাসাইমেন্ট প্রদান ইত্যাদি কাজের মাধ্যমে শিক্ষাদান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আদেশ জারী করেছিল শিক্ষা মন্ত্রনালয়, উক্ত নির্দেশিত কাজগুলো চেষ্টা করেছি যথাযথ ভাবে করার। কিন্তু পেশাগত এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে এ সকল কাজগুলো করা ছাড়াও আরও কিছু করতে মন চাইলো। বিদ্যালয় সংলগ্ন আমার বাড়ী হওয়ার কারণে দিনের বেশী সময় আমার স্কুলে থাকা হয়। যশোর জেলার অভয়নগর উপজেলার ভবদহ সংলগ্ন শ্রীনদীর পাশেই আমার কর্মক্ষেত্র দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯২৫ সালে স্থাপিত হলেও প্রাকৃতিক, সামাজিক নানা কারণে জর্জরিত। গত আম্ফান ঝড়ে বিদ্যলয় সংলগ্ন নদীর পাড়ে রাস্তার সকল গাছ পড়ে যায়। বর্তমানে সেই পাকা রাস্তাটি পিচের রাস্তা হলেও প্রাকৃতিক সৌন্দর্য ছিল না। আর তাই, সামাজিক, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ সকল দিক বিবেচনা করে শুরু করলাম সজনে গাছের ডাল সংগ্রহ করার। কয়েক দিন পরে নিজেই যখন রাস্তার পাশে ডাল রোপন করি সেটাকে সবাই ভালো ভাবে না নিলেও এখন সেই মানুষগুলো যখন বলে মাষ্টের একটা কাজের কাজ করেছো বর্তমানে এই গাছ বিশাল বড় একটা সম্পদ।  আমার বিদ্যালয়ের কোল ঘেসে রাস্তার পাশের বর্তমান দৃশ্য আমাকে আরও বেশী অনুপ্রেরনা জোগায়। সবকিছুু ঠিক থাকলে আশা করি গাছগুলোর ফল বিক্রি করে আগামী মৌসুমে আমার প্রতিষ্ঠানে ৪০ থেকে ৫০ হাজার টাকা তুলে দিতে পারবো। পাশাপাশি আমার এলাকার সজনে ফলের চাহিদাও কিছুুটা পূরণ হবে।