Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ জুন, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

মূল্যবোধ ও আচরণ

মূল্যবোধ

মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।অন্যভাবে বলা যায়,মূল্যবোধ হল কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিস্বাস।আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি , প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হল মুল্যবোধ শিক্ষা। মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি।এটি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি।একটি দেশের সমাজ,রাষ্ট্র,অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে এটি ভূমিকা পালন করে।   

ফ্রাঙ্কেল এর মতে,''মূল্যবোধ হল আবেগি ও আদর্শগত ঐক্যের ধারনা''। 



আরো দেখুন