Loading..

খবর-দার

১৭ জুন, ২০২১ ০৮:৫৩ অপরাহ্ণ

চৌদ্দগ্রামে গুগল মিট বিষয়ক কর্মশালা

আজ বৃহস্পতিবার (১৭/০৬/২০২১) চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ৫নং শুভপুর ইউনিয়নের অর্ধশতাধিক শিক্ষকের অংশগ্রহণে গুগল মিট বিষয়ে (আই সি টি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব বিমল চন্দ্র দাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. মিজানুর রহমান, জেলা এম্বাসেডার ও সেরা কন্টেন্ট নির্মাতা জনাব জাকির হোসেন ইমন প্রমূখ। ভার্চুয়ালী যুক্ত হয়ে শিক্ষকদের গুরুত্বপূর্ন নির্দেশনা দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. ফারুক হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার জনাব সাকিনা বেগম মহোদয়। এছাড়াও ভার্চূয়ালী যুক্ত হয়ে শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. মজিবুর রহমান বাবলু।

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন-

জনাব তাছলিমা নাসরিন কেয়া।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

জনাব ফারুক হোসেন মো. শাহজাহান।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

জনাব মো. আমির হোসেন।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

জনাব মো. আব্দুল কাদের ।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

জনাব ফারজানা লিজা।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

প্রশিক্ষণ পরিচালনা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,

জনাব মো.নেছার উদ্দিন।

জেলা ICT4E জেলা এম্বাসেডার।

বিশেষ কৃতজ্ঞতাঃ জনাব মো. নূরে আলম, জনাব মো. আব্দুস ছোবাহান ও মো. মিজানুর রহমান  স্যারের প্রতি।