Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জুন, ২০২১ ০৭:৫৬ অপরাহ্ণ

নিরীহ গাং শালিক

নিরীহ গাঙশালিক


পদ্মা সেতুর তলা দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে লঞ্চটা, ছাদে দাঁড়ানো আমি তখন দেখতে পেলাম ১১টি গাঙশালিক। সেতুর একটি পিলারের গোড়ার চৌকো বেদিতে বসে ওরা নিজেদের ভেতর খুনসুটি করছে। নদীতে ঢেউ তেমন নেই, পানির উপরিভাগের ৬ থেকে ৮ ফুট উচ্চতায় ওরা আরামেই আমোদে মেতেছে। স্বপ্নের পদ্মা সেতু তো বলতে গেলে প্রস্তুত, পাখিগুলো হয়তো পরখ করতে এসেছে, পিলার, সেতুর তলদেশ বা অন্য কোথাও ফাঁকফোকর খুঁজে পাওয়া যায় কি না! তা-ও আবার দূরে দূরে হলে চলবে না, কাছাকাছি হতে হবে। কেননা নদীর খাড়া পাড়, নতুন কাটা পুকুর-দিঘি-খালের পাড়সহ সেতু-কালভার্ট-পুল ইত্যাদির তলদেশের ফাঁকফোকরে কাছাকাছি-পাশাপাশি বা ঘেঁষাঘেঁষি করে বাসা বানায় এই নিরীহ পাখিরা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি