Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ জুন, ২০২১ ০৯:৩৩ অপরাহ্ণ

শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছে ফেইসবুক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রান্তিক ও দরিদ্র অঞ্চলগুলোকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনতে কাজ শুরু করেছে ফেইসবুক। এজন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি একটি নতুন ধরনের ডেটা নেটওয়ার্ক তৈরি করছে। নতুন এ নেটওয়ার্কে ব্যবহার করা হবে মিলিমিটার ওয়েভ বন্ডস।

প্রযুক্তিটির জন্য খুব বেশি অবকাঠামোর প্রয়োজন হবে না। স্টারির মাধ্যমে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে সেসব অঞ্চলে।

এটি বিশ্বের ইন্টারনেট সংযোগ বঞ্চিত মানুষদের কাছে ইন্টারনেট পৌঁছানো প্রক্রিয়ার একটি অংশ।

তবে ফেইসবুক প্রযুক্তিটি ব্যবহার করে কতদূর এগোতে পারবে সেটাই এখন দেখার বিষয়। কেননা বেশকিছু ক্ষেত্রে ব্যাপক ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষেত্রে এটি নিজের সঙ্গেই সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে।

মিলিমিটার ওয়েভ ইন্টারনেট সার্ভিস নিয়ে গবেষণার বিষয়টি ফেইসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে। পরবর্তী প্রজন্মের ডাটা নেটওয়ার্কসম্পর্কে বর্ণনা করার জন্য মাধ্যমটির কর্মকর্তা সনজ কোহলিকে দেওয়া হয়েছে দুটি পেটেন্ট।

ফেইসবুক বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিয়ে আরও একটি পদ্ধতিতে কাজ করছে। গত বছর স্যাটেলাইট ও জায়ান্ট ড্রোন ব্যবহার করে যেভাবে আফ্রিকায় ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে এ পদ্ধতি সেরকমই।

 

আরো দেখুন