Loading..

খবর-দার

২১ জুন, ২০২১ ০৫:১৯ পূর্বাহ্ণ

প্রসঙ্গঃ- বিশ্ব বাবা দিবস

বাবা দিবসের চাওয়া-পাওয়া 

++++++++++++++++++

আজ ২০জুন রবিবার বিশ্ব বাবা দিবস। বিশ্বের সকল বাবাদের বিনম্র শ্রদ্ধা জানাই, তেমনি আমার বাবার প্রতিও অকৃত্তিম শ্রদ্ধা ও ভালোবাসা ।আমার বাবা মরহুম মৌলবি ছিদ্দিক আহমদ মহদিয়া গ্রামেরই সন্তান। তাঁর বাবা মানে আমার দাদা ছিলেন মরহুম আনোয়ার আহমদ যিনি ভারতের দেয়বন্দ থেকে পড়া শেষ করে ইসলামের খেদমত করেছিলেন। আমাদের কাছারি ঘরেই জমিয়েছিলেন কোরআন-হাদিস শিক্ষার আসর। আমার বাবাও দাদার পথ ধরে মাদরাসায় লেখাপড়া করে একসময় বার্মায় চলে গিয়ে সেখানে মসজিদে ইমামতি করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক চড়াই-উতরাই পেরিয়ে দেশে এসে মৌলবি হিসাবেই পরিচিত ছিলেন। '৭০ এর নির্বাচনের সময় অধিকাংশ মৌলবি জামাতে ইসলাম বা নেজামে ইসলাম করলেও আমার বাবা আওয়ামী লীগকেই সমর্থন করেছিলেন এবং এক সময় আওয়ামী লীগের সভাপতিও হয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেমন সহযোগিতা করেছিলেন তেমনি অনেক মৌলবিকে মুক্তিযোদ্ধাদের রোশানল থেকে রক্ষাও করেছিলেন।  যুদ্ধোত্তর কালে যখন ভোরবাজার হাই স্কুল করার প্রস্তাব উঠেছিল তখন আমার বাবাও সোচ্চার ছিলেন এবং প্রথম সভাপতিও ছিলেন। আমি তখন হক বাহাদুর হাই স্কুল সংলগ্ন প্রাইমারি থেকে পাশ করলেও ভোর বাজার হাই স্কুলের প্রথম ছাত্র হিসাবে ভর্তি হতে বাধ্য হয়েছিলাম। বাবার সম্মান রক্ষার্থে ভোর বাজার হাই স্কুলে ভর্তি হলেও  আমার মন পড়ে থাকত তখন সেই হক বাহাদুর হাই স্কুলের আঙ্গিনায়। ফলে ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার মাত্র ৩ দিন আগে আমি বাবার অবাধ্য হয়ে হক বাহাদুর হাই স্কুলেই ভর্তি হই। তাছাড়া বাবা চেয়েছিলেন আমার অন্য দুই ভাইয়ের মত আমিও মাদ্রাসায় পড়ি। কিন্তু আমি তাতে রাজি হই নাই। পরবর্তীতে অনেক সময় শরিয়তের বিভিন্ন মাসলা-মাসায়েল নিয়ে বাবার সাথে কখনো-কখনো তর্কে লিপ্ত হতাম। আলোচনার এক পর্যায়ে একদিন বাবা জোর দিয়ে বলেছিলেন "তোকেই মাদরাসায় পড়ানো ভালো ছিল"। আজ প্রায় ৫০ বছর পর বাবার সেই কথাই বেশি বেশি মনে পড়ছে। হয়তোবা বাবার ঐ কথা-ই ফলে গিয়েছে। আমি জীবনে অনেক সুযোগ পেয়েও ৩১ বছর যাবত মাদরাসাতেই আছি, বাংলা প্রভাষক হিসাবে চাকুরী করছি। হয়তোবা বাকী জীবনটা আমাকে মাদরাসার আঙ্গিনাতেই কাটাতে হবে। তাই শেষ চাওয়া ঐ একটাই " রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা "। এ-ই  ভেবে আজ বাবাকে বড্ড বেশি মনে পড়ছে।