Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

০৫ ডিসেম্বর, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

ষষ্ঠ শ্রেণি গণিত বিষয়ের চুড়ান্ত সামষ্টিক মুল্যায়ন

বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন উৎসব ২০২৩,বিষয় :-গণিত, শ্রেণি :-ষষ্ঠ, সেশন -৩,কাজ নং-৫ দলগত পরিমাপ ও উপস্থাপন। শিক্ষার্থীদের কতগুলো দলে বিভক্ত করে লটারির মাধ্যমে নিম্নোক্ত বিষয়গুলোকে পরিমাপ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ক)দুইটি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল। খ)দুইটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স। গ)বিদ্যালয়ের সামনের বাগান ও মাঠের দৈর্ঘ্য ও প্রস্হ। ঘ)শ্রেণিকক্ষের জানালার দৈর্ঘ্য ও প্রস্হ। ঙ)শ্রেণিকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ। চ)শ্রেণিকক্ষের দরজা ও জানালার দৈর্ঘ্য ও প্রস্থ। ছ)শিক্ষকের টেবিল বা শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ। লটারির মাধ্যমে প্রাপ্ত বিষয়টিকে দলের সবায় আলোচনার মাধ্যমে এবং সুবিধাজনক একক ব্যবহার করে পরিমাপ করে বীজগাণীতিয় রাশি, সংখ্যা রাশি, বীজগাণিতিয় ট্রি,সহগ, উৎপাদক,ধ্রুবক লিখবে এবং বীজগাণিতীয় সম্পর্কটি সমাধান করে মান বের করবে।পরিশেষে প্রতিবেদনের মাধ্যমে তাদের কাজ কমা দিবে। গণিত, ষষ্ঠ শ্রেণি। বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

আরো দেখুন