Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

০১ জানুয়ারি, ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ

শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিখন অভিজ্ঞতা

আসসালামুআলাইকুম । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , বেগুনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । নতুন জাতীয় শিক্ষাক্রম -২০২২ বাস্তবায়নে শিখন অভিজ্ঞতা ভিডিও চিত্রে সবাইকে স্বাগত । জাতীয় শিক্ষাক্রম- ২০২১(প্রাথমিক স্তর) বিস্তরণ প্রশিক্ষণটি মুক্তপাঠ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি অনলাইনে উন্মুক্ত করলে আমি ওই দিনই প্রশিক্ষণটি গ্রহণ করে সনদ অর্জন করি এবং শিক্ষাক্রম সম্পর্কে সম্যক ধারণা ্পাই । অতঃপর দুইজন দক্ষ প্রশিক্ষক মহোদয়ের নেতৃত্বে আমি অফলাইনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সুযোগ পাই এবং সফলতার সাথে প্রশিক্ষণটি শেষ করি । উল্লেখ্য যে এই প্রশিক্ষণে আমি সিমুলেশন ক্লাসে অংশ নিই এবং শিল্পকলা বিষয়ে ' কল কল ছল ছল , নদী করে টলমল ' এই গানটির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি । ক্লাসটি দারুন প্রশংসিত হয়েছিল এবং সাথে করে নিয়ে এসেছিলাম শিক্ষাক্রমের রূপরেখা , মূলনীতি , রূপকল্প , অভিলক্ষ্য , জ্ঞান, দক্ষতা , মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা , যোগ্যতা , শিখনক্ষেত্র , অভিজ্ঞতা নির্ভর শিখন , মূল্যায়ন ইত্যাদি বিষয়ে নানাবিধ তথ্য । এরপরে শুরু হল বিদ্যালয় পর্যায়ে এর বাস্তবায়ন । শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিখন কে দীর্ঘস্থায়ী করার জন্য , আকর্ষণীয় করার জন্য ,  নান্দনিক করার জন্য , বাস্তবতার মুখোমুখি অভিজ্ঞতা নির্ভর ও পর্যবেক্ষণ ভিত্তিক করার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যেতে থাকি । লক্ষ্য আমাদের একটাই - শিক্ষাক্রমের সফল বাস্তবায়ন । এই লক্ষ্যে আমি এসএমসি র মিটিং, স্টাফ মিটিং ,  পিটিএ মিটিং এর মাধ্যমে সকলকে শিক্ষাক্রম সম্পর্কে  সম্যক ধারণা দিতে থাকি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান করতে থাকি । প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে  তাঁদের চেষ্টা অব্যাহত রাখে । এরই মধ্যে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি কে ১০০% ধারাবাহিক মূল্যায়নের আওতায় নিয়ে আসি । গুনগত শিক্ষা নিশ্চিত করণ এবং শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের জন্য আমরা আর একটি পরিকল্পনা গ্রহণ করি । বিদ্যালয়ে আমরা মা সমাবেশ এবং অভিভাবক সমাবেশের আয়োজন করি । এই সমাবেশগুলিতেও শিক্ষাক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা হয় এবং কিছু অভিভাবকদের মধ্যে মূল্যায়ন পদ্ধতি নিয়ে অসন্তোষ পরিলক্ষিত হয় । আমি হাল ছেড়ে দিলামনা । এইবার আমি আমার সহকর্মীদের নিয়ে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার বড় তিনটি গ্রামে তিন দিনে ৩ টি উঠান বৈঠকের আয়োজন করি এবং আগামী বছর নিয়ে মায়েদের ভাবনা , শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা , মূল্যায়ন পদ্ধতি ও বিবিধ বিষয় নিয়ে মতবিনিময় করি। এক পর্যায়ে বোঝাতে সক্ষম হই বর্তমান শিক্ষাক্রম শিক্ষাবান্ধব  শিক্ষাক্রম তথা শিক্ষার্থীবান্ধব শিক্ষাক্রম - এ বিষয়ে কোনো সন্দেহ নাই । আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করে তুলি এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রতিনিধি হিসেবে গড়ে তুলি । ধন্যবাদ । 

আরো দেখুন