Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

০১ জানুয়ারি, ২০২৪ ০৩:০০ অপরাহ্ণ

নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ারিং
        • প্রথম দিবসের নির্দেশনা অনুযায়ী কাজ
      • qপ্রথমদিনে বিভিন্ন খেলায় অংশগ্রহন করার জন্য শিক্ষার্থীরা সমান অনুপাতে দলে ভাগ করেছি।
      • q খেলা চলাকালীন শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা পর্যবেক্ষণ করেছি।
      • q ফরম্যাটে পারদর্শিতার মাত্রার রেকর্ড রেখেছি (PI - ৬.৩.১, ৬.৪.১, ৬.৫.১, ৬.৫.২, ৬.৬.১)
      • q দ্বিতীয় দিবসের আমন্ত্রন জানিয়ে সেশন শেষ করেছি। 
      • দ্বিতীয় দিবসের কার্যক্রম
        • মূল্যায়নের প্রথম দিনে শিক্ষার্থীরা যে খেলায় অংশগ্রহন করেছিল তার প্রতিফলনমূলক প্রতিবেদন তৈরি করেছে নিন্মলিখিত বিষয়ের উপর- 
        • qসুস্বাস্থ্যে খেলাধুলা কিভাবে শরীরের উপর প্রভাব ফেলে?
        • q খেলায় অংশগ্রহনের আগে ও পরের অনুভূতি
        • q খেলা শেষে অভিজ্ঞতা কেমন ছিল?
        • q কোন সমস্যা হয়েছে কি না, তার কারণ, সমস্যা হলে কিভাবে সমাধান করেছে?
        • q কারো সহযোগিতা চেয়েছিল কি না বা অন্য কেউ সহযোগিতা করেছে কি না?
        • q অন্যের প্রতি নিজের ইতিবাচক ও নেতিবাচক কী কী আচরণ করেছো?
        • q ফরম্যাটে পারদর্শিতার মাত্রার রেকর্ড রেখেছি (PI-৬.৩.১,৬.৪.১,৬.৫.১,৬.৫.২, ৬.৬.১)
        • তৃতীয় দিবস
        • qস্বাস্থ্য সুরক্ষায় নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোষ্টার তৈরি ও প্রদর্শনী করেছে। 
        • qশিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাইকে একটি ইতিবাচক দিক লিখে এবং অনুভুতি প্রকাশ করেছে। 
        •  
        •  

আরো দেখুন