Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

০১ জানুয়ারি, ২০২৪ ০৪:৫৪ অপরাহ্ণ

নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়নে শিখন অভিজ্ঞতা শেয়ারিং

প্রতিটি শিখন অভিজ্ঞতা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহন এবং বাস্তব উপকরনের মাধ্যমে ধারণা লাভ করতে পারে। শিখন অভিজ্ঞতা: দৈর্ঘ্য মাপি শিক্ষার্থীদের পরিমাপের আন্তর্জাতিক আদর্শ মানের ধারণা এবং দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক শনাক্ত করতে নিশ্চিত করবে। এই শিখন অভিজ্ঞতায় চারটি সেশন পরিচালিত হয়েছে। সেশন পরিচালনার বিভিন্ন খন্ডচিত্র উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা একক কাজে কাগজের স্কেল তৈরি করেছে। মুদ্রার পুরুত্ব নির্নয়, বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে। অধিক শিক্ষার্থীদের নিয়ে চেষ্টা করেছি শিখন অভিজ্ঞতা যাথার্থ ভাবে উপস্থাপন করার। #জাতীয়শিক্ষাক্রম #নতুন_কারিকুলাম #শায়েস্তাগঞ্জবালিকাউচ্চবিদ্যালয় #শিক্ষামূলক #শিক্ষা #শিক্ষণীয়_ভিডিও #শিখনঅভিজ্ঞতা #দৈর্ঘ্যমাপি #শিক্ষাক্রম #দেবযানী #শায়েস্তাগঞ্জ

আরো দেখুন