Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

১৮ মার্চ, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ

ঢাকার স্বনামধন্য একটা কলেজের এটা দৃশ্য.. কলেজ কর্তৃপক্ষ, প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল অশেষ দোয়া...
#নারী দিবসের বিশেষ কবিতা_
সম অধিকার চাই🙋‍♂️
🇧🇩❣️🇧🇩
নারী অবহেলার নয়,
নারীকে যারা করে অসম্মান
তাদের মান কেন অটুট রয়?
হাতে হাতে কাজ করছে নারী
ঘরে এবং বাহিরে,
পুরুষের হাত করছে শক্ত
মন দিয়েছে সংসারে।
নারী চপলা,নারী চঞ্চলা,
ফুলের মত মন,
নারীকে বোঝা নয় সহজ কথা
পড়তে করো যতন!
মায়ের মমতা,বোনের ভালবাসা,
স্ত্রীর সাহ্নিধ্য_
সবই আছে ঢের নারী হৃদয়ে,
শুধু বোঝা কষ্টসাধ্য।।
অভাব- অনটন, দু:খ- যাতনা
সম্মুখে আসুক যত,
নারীই করেছে নির্মূল সব
সয়ে ক্ষত অবিরত।
খেয়ে না খেয়ে যে নারী করে
সংসারের দুখ ভাগ,
হাসি-আনন্দ সুখের ভাগটি
সেই নারীরই থাক।
দিন শেষে সুখ-শান্তির বদলে
জুটে যদি অবহেলা,
ঘুরে দাঁড়ায় নারীই তখন
ঘোঁচাতে নাম অবোলা।
কর্মে নারী সমান বৈ-তো
একটুও কম নয়
পুরুষের চেয়ে পদ-পদবী
কেন তবে ছোট হয়?
রুদ্ধদ্বারের বেড়া ভেংগে আজ
নারী উঠেছে জেগে,
স্বপ্নজাল বুননে নারীকে
সমঅধিকার দিতে হবে।
বিশ্ব-ধরিত্রী উঠেছে দিতে
নারী অধিকার তাই,
প্রসারিত হস্তে ধরবে অস্ত্র
পুরুষের সমতায়।
নারী কল্যানময়ী,মোঙ্গলা
জায়া ও জননী,
সকল বিভেদ ছিন্ন করিয়া
হবে দিগবিজয়ী।।
টেক্সট-এর একটি ডুডল হতে পারে
সব প্রতিক্রিয়া:
Ziaur এবং আরও 42 জন

আরো দেখুন