Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

১৩ জুলাই, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

ষান্মাসিক ষামষ্ঠিক মূল্যায়ন বিষয়ক জীবন ও জীবিকা, ৭ম - শ্রেণি

জীবন ও জীবিকার বিষয়,৭ম- শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে খুব উৎসাহের ভিত্তিতে তারা বাড়ি থেকে মাসিক বাজেট এবং তিনজন পেশা জীবির সাক্ষাতকার নিয়েছে সুন্দর ভাবে এবং তা উপস্থাপন করেছে পোষ্টার পেপারের মাধ্যমে।আসলে তাদের সহযোগীতার যে মনোভাব তা গড়ে উঠছেভতারা নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হচ্ছে।নেতৃত্ব দানের মনোভাব গড়ে উঠছে। ভয় ভীতি দূর হয়েছে।পরীক্ষা নামক যে ভয় কাজ করত তা তারা কাটিয়ে উঠতে পেরেছে।একিজন শিক্ষার্থী বলল যে, ম্যাম এরকম মূল্যায়ন হলে আমরা সারা বছর কাজ করতে রাজি আছি।ভাবা যায় যে পরীক্ষা আসলেই বাচ্চারা কেমন চুপসে যেত অথচ তাদের আগ্রহের কোন ঘাটতি পরিলক্ষিত হয়নি।সব মিলিয়েই ভালই রিসপন্স পেয়েছি।মাশাল্লাহ আমরা এভাবেই শিখাব ও শিক্ষার্থীরা ও শিখবে।

আরো দেখুন