Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ণ

মানষিক স্বাস্থ্য সম্পর্কিত জানা

নিলীমার গল্প

নিলীমা ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং কিছুদিন পরেই তার এসএসসি পরীক্ষা। তাই সে অনেক চিন্তিত এবং কোনভাবেই পড়াশোনায় মনযোগ দিতে পারছে না। সে ভয় পাচ্ছে সে যদি এসএসসি পরিক্ষায় ভালো রেজাল্ট না করে, তাকে হয়তো এই বয়সেই বিয়ে দেয়া হবে। এই ধরনের ঘটনা সে তার মামাতো বোন এর সাথে ঘটতে দেখেছে, যে কিনা এখন খুবই কষ্টে আছেন। 

একথা ভেবেই নিলীমা যখনই পড়তে বসে সে আতঙ্কিত বোধ করে, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, প্রচুর ঘাম হয় এবং শারিরীকভাবে দূর্বল বোধ করে। এমনকি প্রায় রাতেই দূঃস্বপ্ন দেখে এবং রাতে ঘুমাতে পারে না। মেয়ের অবস্থা দেখে মা খুব চিন্তিত হয়ে পড়েন এবং তার কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চান। কিন্তু নিলীমা ভয়ে কিছুই বলে না। এ অবস্থায় নিলীমার মা তার স্কুলের শিক্ষকের সাথে যোগাযোগ করেন এবং স্কুলে কোন সমস্যা হয়েছে কিনা তা জানতে চান। শিক্ষক জানান যে নিলীমাকে আজকাল খুব অমনোযোগী এবং খুব ক্লান্ত দেখায়। নিলীমার মা ঐ শিক্ষককে তার মেয়ের সাথে আলাদা করে কথা বলার জন্য অনুরোধ করেন। শিক্ষক তার সাথে আলাদা করে কথা বলেন এবং পরিক্ষা ভীতি কাটিয়ে কিভাবে প্রস্তুতি নিতে পারে সে বিষয়ে সাহায্য করেন। পাশাপাশি বিয়ে নিয়ে তার ভয়ের ব্যপারে অভিভাবকের সাথে কথা বলতে উৎসাহিত করেন।

 

এরপর নিলীমা তার মাকে বিয়ে বিষয়ক ভয়ের বিষয়টি জানায়। তার মা ও বাবা বিয়ে না দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেন এবং তার ভবিষ্যত পরিকল্পনা ও সে পরবর্তীতে কি করতে চায় সে বিষয়ে আলোচনা করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

আরো দেখুন