Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

০১ অক্টোবর, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ

আর্থিক_ভাবনা//জীবন ও জীবিকা - ৬ষ্ঠ শ্রেণি

#আর্থিক_ভাবনা এ যোগ্যতায় ছিল- ১. ব্যক্তিগত শখ/প্রয়োজন মিটিয়ে নিজের মতো করে সঞ্চয়ে উৎসাহিত করা ও সঞ্চয়ের গুরুত্ব অনুধাবন। ২. ব্যাংক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান। ৩. স্কুল ব্যাংক অ্যাকাউন্ট খোলার উপায় জানা ও ব্যাংক অ্যাকাউন্ট ফরম পূরণ করা। ৪. অভিভাবককে সংশ্লিষ্ট করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। ৫. অ্যাকাউন্ট পরিচালনা ও পরিকল্পনা করা ও নিষ্ঠার সাথে তা পালন করা। ** উক্ত যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীরা যে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে - √ আর্থিক ডায়েরি মেইনটেনেন্স √ আর্থিক পরিকল্পনা প্রণয়ন √ ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং তা পরিচালনা করা। "বন্ধুর জন্য উপহার" প্রজেক্টের মাধ্যমে পুরো কার্যক্রমটি সমাপ্ত হয়েছে। জীবন ও জীবিকা - ৬ষ্ঠ শ্রেণি

আরো দেখুন