কনসালটেন্ট
৩০ জুন, ২০২৪ ০৪:২৫ অপরাহ্ণ
২০২৪ শিক্ষাবর্ষের ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে
বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, সূত্র-১ মোতাবেক ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য যান্মাসিক সামন্টিক মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ১৩/০৭/২০২৪ তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। NTRCA ঐ দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণির যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন।
এমতাবস্থায়, আগামী ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের যান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।