Loading..

নোটিশ

শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডরশিপ ম্যানেজম্যান্ট মডিউলে পরিবর্তন প্রসঙ্গে
২০ আগস্ট, ২০২৪
article

সম্মানিত শিক্ষকবৃন্দ,


বিষয়টি অতীব জরুরি!!!


শিক্ষক বাতায়নের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন যে শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডরশিপ ম্যানেজম্যান্ট মডিউলে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী এখন থেকে প্রতি মাসে অ্যাম্বাসেডর শিক্ষকদের পূর্ববর্তী ৩ মাসের শিক্ষক বাতায়নে কার্যক্রম পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনায় নিম্ন শর্তাবলী পূরণ না হলে সংয়ক্রিয়ভাবে অ্যাম্বাসেডরশিপ বাতিল হয়ে যাবে। তাই সম্মানিত অ্যাম্বাসেডরদের শিক্ষক বাতায়নের অনলাইন কার্যক্রমে সক্রিয় থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

 

আপনার সদয় অবগতির জন্য শর্তাবলী নিচে দেয়া হলো:

● প্রতি মাসে শিক্ষক বাতায়নে অনলাইন এক্টিভিটি সময় ন্যূনতম ৪ ঘণ্টা হতে হবে।

● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" অনুমোদনের তারিখ হতে প্রতি ৩ মাস অন্তর নূন্যতম ০৫ টি মানসম্মত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ০৫ টি মানসম্মত ভিডিও কনটেন্ট, ১০ টি মানসম্মত ব্লগ এবং ০৮ টি মানসম্মত পাঠসংশ্লিষ্ট চিত্র/ছবি আপলোড করতে হবে।

 

ধন্যবাদান্তে,

শিক্ষক বাতায়ন, এটুআই

 

মন্তব্য করুন