Loading..

নোটিশ

০৯ জানুয়ারি, ২০২৪ ০৪:৩৭ অপরাহ্ণ

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে In-House প্রশিক্ষণের আয়োজন করতে হবে। ২০২৪ শিক্ষাবর্ষে শ্রেণিকক্ষে পাঠদান সহজ ও ফলপ্রসূ করার লক্ষে এই প্রশিক্ষণ আয়োজন করতে বলা হয়েছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক In-House প্রশিক্ষণ অনুষ্ঠিত হলে শিক্ষকদের মধ্যে পারস্পরিক শেয়ারিং করার সুযোগ হবে।


বিশেষ করে শিক্ষকরা যেনো শিক্ষক সহায়িকা ফলো করে শ্রেণিকক্ষে পাঠদান করেন, এই বিষয়টি In-House প্রশিক্ষণে নিশ্চিত করতে হবে

আরো দেখুন