Loading..

এই দিনে

০৩ জুলাই, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ

আলাউদ্দিন আল আজাদ
article
আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক। জন্ম: ৬ মে ১৯৩২। তিনি একজন শাণিত ভাষার লেখক ছিলেন। ছিলেন বাস্তব জীবনের রূপকার। বাস্তবতার রূপ পরিগ্রহ করেছে তার ভাষা নির্মাণে। সংস্কৃতাশ্রয়ী শব্দ তিনি পরিহার করেছেন বলা চলে। তিনি প্রধানত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ১৯৬০ সালে ছাপা হয়। ২০০৯ সালের ৩ জুলাই তিনি মারা যান।

আরো দেখুন