Loading..

সফলতার গল্প

২৬ জুন, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

স্বপ্ন ছোঁয়ার নেপথ্যে শিক্ষক বাতায়ন

আমি মো. সাইফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়, রাজৈর, মাদারীপুর। আমার প্রতিষ্ঠানটি উপজেলা সদর থেকে ২০ কিঃ মিঃ দূরে আড়িয়াল খাঁ নদীর তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি গ্রামীণ পরিবেশে ১৯৮৩ খ্রি. প্রতিষ্ঠিত হলেও এখানে আছে, একটি ডিগ্রী কলেজ, ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, একটি সরকারি প্যারামেডিকেল কলেজ, সরকারি নার্সিং ইনস্টিটিউশন, একটি টেলনিক্যাল স্কুল এবং একটি ৮ম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমি যে প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম সেই প্রতিষ্ঠানেই ২৪/০৩/২০১৩ খ্রি. তারিখে সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে যোগদান এবং ৩০/১১/২০২৩ খ্রি. তারিখে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি।

 

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা যখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই আমি জুম, গুগল মিট, ফেইসবুক পেইজ ইউটিউব ইত্যাদির মাধ্যমে শুরু করি অনলাইন ক্লাস।

 

বলা যায়, সেই থেকেই শুরু হয় প্রিয় শিক্ষক বাতায়নে কাজ করা। ২০১৫ খ্রি. সালে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুরে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি বিষয়ক ১৪ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করি; মূলত তখন থেকেই বাতায়নে আমার পথচলা।

 

করোনাকালীন সময়ে লক্ষ্য স্থির করলাম ‘সেরা কনটেন্ট নির্মাতা’ হবার। রাত জেগে শুরু হলো স্বপ্ন দেখা... এই প্রাপ্তির জন্য যত পরিশ্রম করা প্রয়োজন করবো বলে মনে মনে সিদ্ধান্ত নিলাম। বাতায়নে নিয়মিত কনটেন্টে, ব্লগ, ছবি, ভিডিয়ো আপলোড করা শুরু করি এবং পূর্বের সেরা কনটেন্ট নির্মাতা ও মডেল কনটেন্ট নির্মাতাদের কনটেন্ট , ব্লগ, ছবি, ভিডিয়োসমূহ ফলো করতে থাকি।

 

আমি বুঝলাম, পরিশ্রম কখনই বৃথা যায় না। এর মধ্যে এটুআই কর্তৃক  ৮ মার্চ, ২০২১ খ্রি. তারিখে মাদারীপুরের জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে স্বীকৃতি পাই, এটা ছিলো আমার জীবনের একটি বড় অর্জন।


এরপর আরও উৎসাহ উদ্দীপনায় স্বপ্ন দেখতে থাকি ‘সেরা কনটেন্ট নির্মাতা’ নির্বাচিত হওয়ারদিনরাত কাজ করতে থাকি, কতো যে রাত কেটেছে অনির্দ্রায় তা ভাষাহীন। যদি লক্ষ্য থকে অটুট বিশ্বাস হৃদয়ে এই আত্মবিশ্বাস নিয়েই পথ চলতে থাকি।

 

আলহামদুলিলাহ! ১ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. তারিখে আমার দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়, আমি ‘সেরা কনটেন্ট নির্মাতা’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করি।

 

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস পরিচালনা এবং প্রাণের শিক্ষক বাতায়নের সফলতায় আমি ২৫ মে, ২০২২ খ্রি. তারিখে জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২২ খ্রি. মাদারীপুর জেলার মাধ্যমিক পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছি 

 

আমি ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখে Dissemination of New Curriculum এর আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার নির্বাচিত হই এবং ১৭ অক্টোবার, ২০২৩ খ্রি. তারিখে Dissemination of New Curriculum এর আওতায় জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার নির্বাচিত হই। 

 

৪ জুন, ২০২৪ খ্রি. তারিখ আমার আরেকটি সফলতার দিন! এই দিনে আমি শিক্ষক বাতায়ন কর্তৃক ‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করি

 

আমি অকপটে বলতে পারি, প্রাণের শিক্ষক বাতায়ন থেকে বিভিন্ন আইডিয়া ও প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন প্রযুক্তি নির্ভর শিক্ষকে পরিণত করেছিআমার সকল সফলতার জন্য শিক্ষক বাতায়ন ও এটুআই কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

 


মোঃ সাইফুর রহমান

সহকারী প্রধান শিক্ষক,

কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়,

রাজৈর, মাদারীপুর ।

আরো দেখুন